ভোটের পরিবেশ নিয়ে অসন্তুষ্ট তৈমুর


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:৩৩ পূর্বাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৪


ভোটের পরিবেশ নিয়ে অসন্তুষ্ট তৈমুর
ছবি: সংগৃহীত

চলমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তৃণমূল বিএনপির প্রার্থী তৈমুর আলম খন্দকার। 


রবিববার (৭ জানুয়ারি) নারায়ণগঞ্জের রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজে পরিদর্শনে এসে তিনি এমন মন্তব্য করেন।


আরও পড়ুন: নরসিংদীতে অনিয়মের কারণে ভোট কেন্দ্র বাতিল


তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে ভোটে এসে দেখি আমার এজেন্টদের বের করে দেয়া হচ্ছে। অন্যান্য প্রার্থিরা ভোটাদের টাকা দিয়ে প্রভাবিত করছেন।


এদিকে নিজের জয়ের ব্যাপারে আশাবাদী নারায়ণগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজী। তিনি রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজে ভোট দান শেষে বলেন, ভোটার উপস্থিতি ভালো পরিবেশও সুষ্ঠু।


তবে তিনি অভিযোগ করে বলেন, কেটলি মার্কার প্রার্থী সাবেক তিনবারের উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহাজাহান ভুঁইয়ার বিরুদ্ধে বলেন, এক ভূমিদস্যুর অর্থে ভোটারদের উপর প্রভাব বিস্তার করছে। হিন্দু ভোটারদের ভোট কেন্দ্রে আসতে বাঁধা দিচ্ছে।


আরও পড়ুন: জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে


নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে মোট ভোটার ৩ লাখ ৮৫ হাজার ৬ শত ১৬ জন। পুরুষ ভোটার ১ লাখ ৯৬ হাজার ৮ শত ৯৪ জন, নারী ভোটার ১ লাখ ৮৮ হাজার ৭ শত ২০ জন ও হিজরা ভোটার ২ জন। উপজেলার ১২৮টি কেন্দ্রে আসনে ভোটকেন্দ্র রয়েছে ১৮৫টি। এর মধ্যে রূপগঞ্জ থানা পুলিশ ৬৩টি ভোট কেন্দ্রকে ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। তবে নির্বাচনি বিভিন্ন সহিংসতার কারণে নৌকাবিরোধী প্রার্থীরা রূপগঞ্জের অধিকাংশ ভোট কেন্দ্রকে ঝুকিপূর্ণ মনে করছেন।


জেবি/এজে