কিশোরগঞ্জে এক কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১০:৫৩ পূর্বাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৪


কিশোরগঞ্জে এক কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ
ফাইল ছবি

অনিয়মের অভিযোগে কিশোরগঞ্জে-৬ আসনের ১৩৯ নম্বর কেন্দ্রের ভোটগ্রহণ সাময়িক বন্ধ রাখা হয়েছে। 


রবিবার (৭ জানুয়ারি) সকালে ভোটগ্রহণ বন্ধ করে দেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।


আরও পড়ুন: নরসিংদীতে অনিয়মের কারণে ভোট কেন্দ্র বাতিল


কিশোরগঞ্জ-৬ (কুলিয়ারচর ও ভৈরব উপজেলা) আসনের মোট ভোটার ৩ লাখ ৯৯ হাজার ২৪২ জন। এদের মধ্যে পুরুষ ২ লাখ ৫২৮ জন ও নারী ১ লাখ ৯৩ হাজার ৭১২ জন ভোটার রয়েছেন।


এ আসনে নৌকার প্রার্থী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এবং স্বতন্ত্র মোহাম্মদ আব্দুছ ছাত্তারসহ সাত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


আরও পড়ুন: জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে


এদিকে অনিয়মের অভিযোগে নরসিংদী-৪ আসনে বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ বাতিল করা হয়েছে। জেলা রিটার্নিং অফিসার ড. বদিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।


এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচন করছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার প্রতিদ্বন্দ্বিতা মনোহরদীর উপজেলার ৫ বারের চেয়ারম্যান ও নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য সাইফুল ইসলাম খাঁন বীরু।


জেবি/এজে