Logo

মাগুরা-১ থেকে বিপুল ভোটে বিজয়ী সাকিব

profile picture
জনবাণী ডেস্ক
৮ জানুয়ারী, ২০২৪, ০৭:৫৩
70Shares
মাগুরা-১ থেকে বিপুল ভোটে বিজয়ী সাকিব
ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির মো. সিরাজুস সায়েফিন সাঈফ ও তৃণমূল বিএনপির সঞ্জয় কুমার রায়।

বিজ্ঞাপন

মাগুরায় উৎসবমুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান। শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি এই আসনে নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৮৩৩টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেস চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন ডাব মার্কায় পেয়েছেন ৫ হাজার ৯৯৩ ভোট, জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকে ভোট পেয়েছে ২ হাজার ৩৪৩ ভোট। 

রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় সারাদেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়র বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে ভোট গ্রহণ। এই নির্বাচনে ভোট পড়েছে ৪০ শতাংশ। 

বিজ্ঞাপন

তবে প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েই নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছে জাতীয় ক্রিকেট দলের এই অধিনায়ক। মাগুরা-১ আসনে সাকিবের প্রতিদ্বন্দ্বী ছিলেন চারজন।  তারা হলেন- বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের কে এম মোতাসিম বিল্লা, জাতীয় পার্টির মো. সিরাজুস সায়েফিন সাঈফ ও তৃণমূল বিএনপির সঞ্জয় কুমার রায়।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD