মেহেরপুর-১ আসনে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর ফরহাদ হোসেনের জয়
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৯:৫৩ পিএম, ৭ই জানুয়ারী ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন। তিনি সর্বমোট ভোট পেয়েছেন ৯৩ হাজার ৭৪৬।
রবিবার (৭ জানুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তা শামীম হাসান তার কার্যালয়ে এ ফলাফলের ঘোষণা দেন।
স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আব্দুল মান্নান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকে সর্বমোট ভোট পেয়েছেন ৫৭ হাজার ৫০৪ ভোট।
আরও পড়ুন: ব্যারিস্টার সুমন বিপুল ভোটে জয়ী
এদিন সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪ টার সময়। এরপর শুরু হয় ভোট গণনার কার্যক্রম।
মেহেরপুর-১ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৩৭ জন। আসনটির ১১৭ ভোটকেন্দ্রের ৭০১টি ভোটকক্ষে ব্যালট পেপারের মাধ্যমে ভোট প্রদান কার্যক্রম সম্পন্ন হয়।
এমএল/