Logo

মাহিয়া মাহি ট্রাক প্রতীক নিয়ে হেরে গেলেন

profile picture
জনবাণী ডেস্ক
৮ জানুয়ারী, ২০২৪, ১০:৩৮
103Shares
মাহিয়া মাহি ট্রাক প্রতীক নিয়ে হেরে গেলেন
ছবি: সংগৃহীত

শেষ পর্যন্ত ৮ হাজারের কিছু বেশি ভোট পেয়ে হেরে যান এ অভিনেত্রী

বিজ্ঞাপন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। আর এবারের নির্বাচনে চিত্রনায়িকা মাহিয়া মাহি রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নে। জয় নিয়ে শতভাগ আশাবাদি হলেও শেষ পর্যন্ত ৮ হাজারের কিছু বেশি ভোট পেয়ে হেরে যান এ অভিনেত্রী।

রবিবার (৭ জানুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দেওয়া বেসরকারি ফলাফল ঘোষণায় দেখাযায়, মাহির প্রতিদ্বন্দ্বী ফারুক চৌধুরী নৌকা প্রতীকে পেয়েছেন ৮৬ হাজার ৮৪৬ ভোট। আর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গোলাম রাব্বানী ৭৪ হাজার ২৬১ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছেন। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪০ হাজার ২১৮ জন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রাজশাহী-১ সংসদীয় আসন বরেন্দ্রর পোড়ামাটি তানোর ও গোদাগাড়ী উপজেলা নিয়ে। এই আসনটির তিনবারের নৌকা প্রতীকের এমপি ওমর ফারুক চৌধুরী। এবারও তিনি দলীয় মনোনয়ন পান। আবার মাহিও চেষ্টা করেছিলেন এ আসন থেকে নৌকার মাঝি হতে। নৌকা প্রতীক না পেয়ে তিনি ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন। রাজশাহী-১ আসনটিতে মোট ১১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এদিকে ভোটের দিন সকালেই ভোটকেন্দ্রে উপস্থিত হন এই মাহি। কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটের সকল কার্যক্রম পর্যবেক্ষণ করছেন নিজেই। এ সময় কেন্দ্রের নানান বিষয় নিয়ে সংবাদ মাধ্যমে কথা বলেন এ অভিনেত্রী। তিনি বলেন, ভোটারদের সবার সাথে কথা বলছি, তারা সবাই উৎসব মুখর পরিবেশে আছে। এখন পর্যন্ত পরিস্থিতি ভালো মনে হচ্ছে। বাইরে আরও অনেক মানুষ অপেক্ষা করছেন। তবে কেন্দ্রগুলোতে মেয়েদের উপস্থিতিই বেশি দেখতে পাচ্ছি। এখন সময় যতো বাড়বে ততো বেশি বোঝা যাবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নির্বাচনে জয়ের বিষয়ে মাহি বলেন, নির্বাচনের ফলাফল যাই হোক কেন আমি সেটা মেনে নেব। পাশাপাশি আল্লাহ না করুক আমি যদি ফেলও করি, সোমবার (৮ জানুয়ারি) এলাকাজুড়ে শোডাউন করব। কারণ, আমার এলাকার জনগণদের আমি বলে দিতে চাই, নির্বাচনে পাশ করলেও আপনাদের সাথে থাকতাম। আর হেরে গেলেও আপনাদের পাশেই আছি আমি।

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD