তৃতীয় বারের মতো নীলফামারী-১ আসনে নৌকার জয়


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:৩৫ অপরাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৪


তৃতীয় বারের মতো নীলফামারী-১ আসনে নৌকার জয়
মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন। ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন-১২, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে আওয়ামী লীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।


আরও পড়ুন: নাটোর-৩ আসনে আ. লীগের জুনাইদ আহমেদ পলক বিজয়ী


রবিবার (৭ জানুয়ারি) সকালে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ডিমলা বাবুরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন। এ আসনে তিনবারের সংসদ সদস্য পদে নৌকা প্রতীক নিয়ে লড়াই করে হ্যাটট্রিক করেন তিনি।


তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন-জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী লেফটেন্যান্ট কর্ণেল (অব.) মো. তছলিম উদ্দিন। তিনি পেয়েছেন ২৪ হাজার ৬৬১টি ভোট। ৯৫ হাজার ২৪১ ভোট বেশি পেয়ে আফতাব উদ্দিন সরকার বিজয়ী হন।


আরও পড়ুন:  টানা চতুর্থ বার নৌকার জয়


এছাড়াও বিএনএম মনোনীত জাফর ইকবাল সিদ্দিকী নোঙর প্রতীকে ১৩ হাজার ২১৭টি, স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার ইমরান কবির চৌধুরী জনি ৭ হাজার ৩৫৭টি, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এন কে আলম চৌধুরী ১ হাজার ৫৮০টি, বিএনএফ মনোনীত প্রার্থী মো. সিরাজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ৪৮৭ টি ও জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী মখদুম আজম মাশরাফি তুতুল ৪৯৫টি ভোট পেয়েছেন।



আরএক্স/