ঢাকা-১৯: হেবিওয়েট দুই প্রার্থীকে হারিয়ে এমপি হলেন সাইফুল


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৩৬ অপরাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৪


ঢাকা-১৯: হেবিওয়েট দুই প্রার্থীকে হারিয়ে এমপি হলেন সাইফুল
সাইফুল ইসলাম । ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে ৮২১০ ভোট বেশি পেয়ে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম বিজয়ী হয়েছেন।


আরও পড়ুন: আওয়ামী লীগের বিজয়ে শেখ হাসিনাকে চীনের অভিনন্দন


রবিবার (৭ জানুয়ারি) ঢাকা জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাভার উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামকে বিজয়ী ঘোষণা করেন। ট্রাক প্রতীকেকে তিনি ৮৪৪১২ ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ (ঈগল প্রতীকে ৭৬২০২ পেয়েছেন তবে ৫৬৩৬১ ভোট পেয়ে নৌকা প্রতীক নিয়ে তৃতীয় স্থান হয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা.এনামুর রহমান।


আরও পড়ুন: পর্যবেক্ষক-সাংবাদিকদের সঙ্গে বিকেলে শেখ হাসিনার সৌজন্য বিনিময়


উল্লেখ্য, ঢাকা ১৯ আসনে সর্বমোট ভোট কেন্দ্র ২৯২ টি সর্বমোট ভোটার সংখ্যা ৭৫৬৪১৬ টি।২৯২ কেন্দ্রে সর্বমোট ভোট পরেছে ২২২৬৫০ এর মধ্যে বাতিল ভোট রয়েছে ৪০৯১ এবং বৈধ ভোট ২১৮৫৫৯ টি।সর্বমোট ভোট পরেছে ৩৩.৯


রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ২৯২ আসনে ব্যালট পেপারে ভোটগ্রহণ চলে। নির্বাচন চলাকালীন ছোট খাটো দুএকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন কোনো প্রতিকর খবর পাওয়া যায়নি।


আরএক্স/