৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ জানা যাবে ১০ জানুয়ারি


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:১০ অপরাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৪


৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ জানা যাবে ১০ জানুয়ারি
ছবি: সংগৃহীত

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা কবে থেকে শুরু হবে, তা আগামী বুধবার (১০ জানুয়ারি) বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ওইদিন পিএসসির ওয়েবসাইটে পরীক্ষার বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হবে।


সোমবার (৮ জানিউয়ারি) পিএসসির কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র জানিয়েছে, ২০ জানুয়ারির পর থেকে যে কোনো দিন লিখিত পরীক্ষা শুরু করা হতে পারে। তবে ২৩ জানুয়ারি পরীক্ষা শুরুর সম্ভাবনা বেশি।


পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন জানিয়েছেন, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার বিজ্ঞপ্তি যেকোনো সময় প্রকাশ করা হবে। ২০ জানুয়ারির পর যেকোনো দিন লিখিত পরীক্ষা শুরু হতে পারে। বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ সময়সূচি থাকবে।


আরও পড়ুন: বিনামূল্যে নতুন বই পাচ্ছে প্রায় ৪ কোটি শিক্ষার্থী


গেল ২৭ নভেম্বর থেকে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে হরতাল-অবরোধে অস্থিতিশীলতা ও নির্বাচনী তৎপরতার কারণে প্রার্থীরা পরীক্ষা পেছানোর দাবি তোলেন। তাদের দাবির মুখে পরীক্ষা স্থগিত ঘোষণা করে পিএসসি।


আরও পড়ুন: ৪৩তম বিসিএসের ফল প্রকাশ


২০২৩ সালে ১৯ মে ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নেন দুই লাখ ৬৮ হাজার ১১৯ জন। ৬ জুন প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন।


বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ৪৫তম বিসিএসে দুই হাজার ৩০৯ জন ক্যাডার নেয়া হবে। এর মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসায়। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে চিকিৎসা ক্যাডারে ৫৩৯ জনকে নিয়োগ দেয়া হবে। এরপর সবচেয়ে বেশি নিয়োগ পাবেন শিক্ষা ক্যাডারে।


জেবি/এসবি