Logo

পঞ্চগড়ে কনকনে শীত, কুয়াশার চাদরে ঢাকা জনপদ

profile picture
জনবাণী ডেস্ক
১০ জানুয়ারী, ২০২৪, ২১:৪৯
38Shares
পঞ্চগড়ে কনকনে শীত, কুয়াশার চাদরে ঢাকা জনপদ
ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার সঙ্গে কনকনে শীত জেঁকে বসেছে পঞ্চগড়ে

বিজ্ঞাপন

ঘন কুয়াশার সঙ্গে কনকনে শীত জেঁকে বসেছে পঞ্চগড়ে। উত্তরের এ জেলায় তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাতভর বৃষ্টির মতো ঝরেছে কুয়াশা। দুদিন ধরে দেখা নেই সূর্যের। তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

বুধবার (১০ জানুয়ারি) আবহাওয়া অফিসের তথ্যমতে, দিনের সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার ব্যবধানও কমে এসেছে। সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে, মঙ্গলবার একই সময়ে তাপমাত্রা ছিল ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে, ঘন কুয়াশা ও হিমেল বাতাসে জনজীবন স্থবির হয়ে পড়েছে। দুর্ভোগে রয়েছে খেটে খাওয়া মানুষ। সময়মত কাজে যেতে পারছেন না তারা। শীতের প্রকোপ থেকে বাঁচতে অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

সদর উপজেলার ভ্যান আজগর মিয়া বলেন, শীতের কারণে সকালে কাজে যেতে কষ্ট হয়। একটু দেরিতে গেলে গৃহস্থ আর কাজে নিতে চায় না। তাই, দুইদিন ধরে কাজে যাওয়া হয় না।

বিজ্ঞাপন

দোকানদার সিদ্দিক আলী বলেন, শীতের কারণে সকালে বের হওয়া যায় না, আবার সন্ধ্যার আগেই ঘরে ঢুকতে হয়। এছাড়া, সকালে এবং সন্ধ্যার পরে শহরে লোকজনও কম থাকে। সবমিলিয়ে রোজগার কম হচ্ছে।

বিজ্ঞাপন

ট্রাকচালক রায়হান কবির বলেন, শীতের সময় গাড়ি চালাতে কষ্ট হয়। কোনো কোনো দিন কুয়াশা বেশি থাকে। ফলে, গাড়ি ধীর গতিতে চালাতে হয় এতে সময় বেশি লাগে। এছাড়া, কুয়াশার কারণে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হয়।

বিজ্ঞাপন

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ্‌ বলেন, তেঁতুলিয়ার আকাশের উপরিভাগে ঘন কুয়াশা থাকায় সূর্যের তাপ ভূপৃষ্ঠে আসছে না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি রয়েছে। বাতাসের আর্দ্রতা ১০০ শতাংশ, আর গতিবেগ ঘণ্টায় ৬-১২ কিলোমিটার হওয়ায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। আগামী কয়েকদিন আবহাওয়া একই রকম থাকতে পারে।

বিজ্ঞাপন

জেবি/এজে

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD