নওগাঁ জেলা আ. লীগের উদ্যোগে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:০২ অপরাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৪
নওগাঁ জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয়, দলীয় পতাকা উত্তলন ও বঙ্গবন্ধুসহ জাতীয় নেতৃবৃন্দের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং এক মিনিট নিরবতা পালনসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে।
নওগাঁ জেলা আওয়ামী লীগ অফিসে, বুধবার (১০ জানুয়ারি) জাতীয় দলীয় পতাকা উত্তলনসহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আজ বঙ্গবন্ধুর স্বদেশ পর্তাবর্তন দিবস পালন করা হয়েছে।
আরও পড়ুন: মান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪
এসময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তি যোদ্ধা আ.মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, বিভাষ মজুমদার গোপাল, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস তুহিন রেজা ভাইসচেয়ারম্যান নওগাঁ সদর উপজেলা, দপ্তর সম্পাদক আঃলতিফ বকুল,শ্রম. বি. স. মিলন, মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তি যোদ্ধা মাহবুবুল হক কোমল, সা.সম্পাদক আলহাজ্ব বীরমুক্তি যোদ্ধা রেজাউল করিম, জেলা কৃষক লীগের আহবায়ক আ.ওয়াহাব, যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, শ্রমিক লীগের সভাপতি আ.মজিদ, যুবলীগের সাধারণ বিমান কুমার রায়, যুব মহিলীগের সভাপতি নাতিসা আলম সা. সম্পাদক ফেন্সি আক্তার, সেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল আহমেদ সাঃসম্পাদক লাল মোহাম্মদ ছাত্র লীগের সভাপতি সাব্বির রহমান রিজভীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তি যোদ্ধা আ.মালেক ও যুগ্ম সাধারণ সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, বক্তরা বলেন,আজ বাংলাদেশ আওয়ামী লীগের একটা খুশির দিন।
আরও পড়ুন: শিশু একাডেমিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত
বঙ্গবন্ধু যদি দেশে ফিরতে না পারতেন হয়তো ইতিহাস অন্যভাবে লিখা হতো। দ্বাদশ জাতীয় ইলেকশনে সংখ্যা গরিষ্ঠ আসনে আওয়ামী জয়ী হয়ে সরকার গঠন করবে। এই স্বাধীনতা ধরে রাখার দ্বায়িত্ব আওয়ামী লীগের সকল নেতা কর্মির।
আরএক্স/