২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ

জাবিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ১২:২৪ অপরাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৪


জাবিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ
ফাইল ছবি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে বিভিন্ন ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগ/ইনস্টিটিউটে ভর্তির জন্য  শিক্ষার্থীদের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।


বুধবার (১০ জানুয়ারি) কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব এবং ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনকারীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইট ju-admission.org এ প্রকাশিত নিয়মাবলি অনুসরণ করে সংশ্লিষ্ট ইউনিটে অনলাইনে আবেদন করতে হবে। তবে ইনস্যিাটউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন, আইবিএ-জেইউ-তে আবেদনের ক্ষেত্রে পৃথকভাবে উপরোক্ত ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখকৃত শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।


আবেদনের সময়সীমা: ১৪-০১-২০২৪ তারিখ সকাল ১০:০০ টা থেকে ০১-০১-২০২৪ তারিখ রাত ১১:৫৯ টা পর্যন্ত।


আবেদন ফি:  অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে নিম্নোকহারে আবেদন ফি প্রদান করতে হবে।


A, B, C এবং D ইউনিটের প্রতিটির জন্য ৯০০ টাকা।

E ইউনিটের জন্য ৭৫০ টাকা।

C1 ইউনিটের জন্য ৬০০ টাকা।

আবেদন ফি'র সাথে ১.২% সার্ভিস চার্জ আবেদনকারীকে প্রদান করতে হবে (সকল ইউনিটের ক্ষেত্রে প্রযোজ্য)।


ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ: ২২-০২-২০২৪, ২৫-०২-২০২৪, ২২-०২-২০২৪, ২৮-০২-২০২৪৩ ২৯-০২-২০২৪ তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চূড়ান্ত তারিখ ও সময়সূচি পরবর্তীতে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও পরীক্ষার পূর্বে বিস্তারিত তথ্য ও সিটপ্ল্যান ju-admission.org ওয়েবসাইটে পাওয়া যাবে।


১. বিভিন্ন ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগ/ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতা:

ক. ২০২০ সাল ও তার পরবর্তী বছরসমূহের মাধ্যমিক/সমমানের পরীক্ষা এবং ২০২২ ও ২০২৩ সালের উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।


খ. মাধ্যমিক/সমমান ও উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষার ৪র্থ বিষয়সহ মোট জিপিএ গণনা করা হবে।


গ. জি.সি.ই ২০১৮ সাল থেকে তৎপরবর্তী সাল পর্যন্ত ও ( O) লেভেল পরীক্ষায় অন্তত ৫ (পাঁচ)টি বিষয়ে এবং ২০২২ অথবা ২০২৩ সালের A লেভেল পরীক্ষায় অন্তত ২ (দুই) টি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে।


আবেদনকারীর ও (O) লেভেল এবং এ (A) লেভেলের মোট ৭ (সাত)টি বিষয়ের মধ্যে ৪ (চার)টি বিষয়ে কমপক্ষে ৪ গ্রেড/সমমান ও ৩ (তিন)টি বিষয়ে কমপক্ষে সি  (C) গ্রেড/সমমান থাকতে হবে।


ঘ. A লেভেল শিক্ষার্থীদের জন্য:

A ইউনিটের ক্ষেত্রে: পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতে পৃথকভাবে ন্যূনতম বি (B) গ্রেড/সমমান থাকতে হবে।

B ইউনিটের ক্ষেত্রে: বাংলা অথবা ইংরেজিতে পথকভাবে ন্যূনতম বি (B) গ্রেড/সমমান থাকতে হবে।

D ইউনিটের ক্ষেত্রে: পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিদ্যায় পৃথকভাবে ন্যূনতম বি (B) গ্রেড/সমমান থাকতে হবে।


ঙ. প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থী যেকোনো ইউনিটে আবেদন করতে পারবে।



চ. উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষার গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ শিক্ষার্থীর বিভিন্ন বিষয়ে নিম্নবর্ণিত যোগ্যতা থাকতে হবে:



২. ভর্তি পরীক্ষা নিম্নবর্ণিত নিয়মানুযায়ী অনুষ্ঠিত হবে:



৩. বিভিন্ন ইউনিটের চর্তি পরীক্ষার নম্বর বন্টন:

ক. A ইউনিট: (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি): ক বাংলা ৩, ইংরেজি ৩, গণিত ২২, পদার্থবিজ্ঞান ২২, রসায়ন ২২ এবং অইিসিটি ৮ নম্বর।


খ. B ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষন):

বাংলা ২০, ইংরেজি ২০, সাধারণ গণিত ২০, সাধারণ জ্ঞান ১৫ এবং যৌক্তিক বিশ্লেষণ ৫ নম্বর।


গ.  C ইউনিট (কলা ও মানবিকী অনুষণ এবং বঙ্গবন্ধু তুলবামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউট);

বাংলা ১৫, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় ৫০ নম্বর।

ঘ. C1 ইউনিট (কলা ও মানবিকী অনুষদ নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ);

বাংলা ১০, ইংরেজি ১০ এবং সাধারণ জ্ঞান ২০ ও বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় ৪০ নম্বর।


ঙ. D ইউনিট (জীববিজ্ঞান অনুষদ): বাংলা ৪, ইংরেজি ৪, বুদ্ধিমত্তা ৪, রসায়ন ২৪, উদ্ভিদবিজ্ঞান ২২ এবং প্রাণিবিদ্যা ২২ নম্বর।


চ. E ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ):


ব্যবসায় শিক্ষা শাখা: বাংলা ১৫, ইংরেজি ৩০, গণিত ১৫, হিসাব বিজ্ঞান এবং ব্যাবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২০ নম্বর।

বিজ্ঞান/মানবিক/সমমান শাখা: বাংলা ১৫, ইংরেজি ৩০, গণিত ১৫, সাধারণ জ্ঞান ২০ নম্বর।


৪. ভর্তির জন্য আবেদন করার নিয়মাবলি:


ক. আবেদনকারী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে (ju-admission.org) প্রয়োজনীয় তথ্য প্রদান করে ন্যূনতম যোগ্যতা যাচাইপূর্বক নিজ মোবাইল নম্বর (আবেদনকারীর নিজের অথবা অভিভাবকের) নিশ্চিত করবেন এবং প্রেরিত পাসওয়ার্ড পরবর্তীতে আবেদন/ব্যবহারের জন্য সংরক্ষণ করবেন। একই মোবাইল নম্বর ব্যবহার করে একজন আবেদনকারী একাধিক ইউনিটে আবেদন করতে পারবেন। তবে উক্ত মোবাইল নম্বর ব্যবহার করে একই ইউনিটে একাধিক আবেদন করা যাবে না।

খ. আবেদনকারীকে নিজ প্রোফাইল এ গিয়ে "ছবি আপলোড করুন " ও "স্বাক্ষর আপলোড করুন' অপশনে ক্লিক করে সদ্য তোলা পাসপোর্ট সাইজ রঙিন ছবি (৩০০×৩০০ পিক্সেল ল , সর্বোচ্চ ১০০ কিলোবাইট) ও স্বাক্ষর (৩০০×৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ কিলোবাইট) স্ক্যান করে jpg অথবা jpeg ফরম্যাটে আপলোড করতে হবে।

গ. আবেদনযোগ্য ইউনিটগুলো তালিকা থেকে আবেদনকারীকে নির্ধারিত আবেদন ফি প্রদানপূর্বক এক বা একাধিক ইউনিটে আবেদন সম্পন্ন করতে হবে। পেমেন্ট সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলি ও ধাপসমূহ ওয়েবসাইটে ju-admission.org পাওয়া যাবে।

ঘ. ০ লেভেল এবং A লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য এবং ট্রান্সক্রিপশন্ট এর স্কান কপি আপলোড করে আবেদন করতে হবে।


৫. প্রবেশপত্র ডাউনলোড: ১৭-০২-২০২৪ তারিখ হতে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। আবেদনকারী তার প্রোফাইলে প্রত্যেক ইউনিটের জন্য পৃথকভাবে "প্রবেশপত্র ডাউনলোড" এর অপশন দেখতে পাবেন সেখান থেকেই প্রবেশ পত্র ডাউনলোড করতে পারবেন।


এছাড়াও পরীক্ষার তারিখ, সময়, ভবনের নাম, কক্ষ নম্বর ইত্যাদি তথ্যসহ সিটপ্ল্যান এবং ভর্তি পরীক্ষার ফল আবেদনকারীকে মুঠোফোন নম্বরে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। বিস্তারিত তথ্যের জন্য  বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইট (https://juniv-admission.org/) ভিজিট করুন।


আরএক্স/