চাঁপাইনবাবগঞ্জে চিহ্নিত অস্ত্র ব্যবসায়ীর বাড়িতে বিদেশি পিস্তল উদ্ধার


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:১৯ অপরাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৪


চাঁপাইনবাবগঞ্জে চিহ্নিত অস্ত্র ব্যবসায়ীর বাড়িতে বিদেশি পিস্তল উদ্ধার
এনামুল হক। ছবি: জনবাণী

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চাকপাড়া সিমান্তে চিহ্নিত অস্ত্র ব্যবসায়ের বাড়িতে বিদেশি পিস্তল উদ্ধার করেছে র‌্যাব-৫।


বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার চাকপাড়া সিমান্তে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। পূর্বেও তার নামে অস্ত্র মামলা রয়েছে।


আটককৃত অস্ত্র ব্যবসায়ী হচ্ছেন উপরচাকপাড়া গ্রামের মৃত কায়েস উদ্দিনের ছেলে এনামুল হক (৫৬)।


আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ


র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানায় গ্রেফতারকৃত আসামী এনামুল হকের বাড়ি চাকপাড়া সীমান্তের কাছাকাছি, এ সুযোগে সে অবৈধ অস্ত্র চোরাচালান ও ব্যবসার সাথে সহজেই জড়িত হয়। র‌্যাবের প্রাপ্ত গোপন তথ্যের উপর নির্ভর করে সংবাদ আসে এনামুল সীমান্ত হতে অস্ত্র সংগ্রহ করে। ঐ অস্ত্রটি  সরবরাহের জন্য নিজ বাড়ীতে সংরক্ষন করে রাখেন। র‌্যাবের গোয়েন্দা দল আসামীর উপর নজরদারি বৃদ্ধি করে। পরবর্তীতে রাত ১২ টার পর আসামীর বাড়ীতে তল্লাশী করে ষ্টোর রুমের ভিতরে ধানের কুড়ার ড্রামের ভিতর থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ২১ রাউন্ড গুলি সহ তাকে গ্রেফতার করা হয়।


উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে বলে এসব কথা জানায় র‌্যাব।


আরএক্স/