নওগাঁয় হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:১৬ অপরাহ্ন, ১২ই জানুয়ারী ২০২৪
নওগাঁয় ঠান্ডা হাওয়া আর কুয়াশায় হাড়কাঁপানো শীত পড়েছে। বদলগাছি আবহাওয়া অফিস শুক্রবার (১২ জানুয়ারি) জেলায় সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে। যা এই মৌসুমের জেলায় দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রার রেকোর্ড হয়েছে।
বদলগাছি আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান- বৃহস্পতিবার (১১ জানুয়ারি) নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। যা শুক্রবারে একই তাপমাত্রা হলেও শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। ঠান্ডা বাতাসের পাশাপাশি ঘন কুয়াশার কারণে শীত জেঁকে বসেছে।
আরও পড়ুন: পঞ্চগড়ে মেঘের আড়ালে সূর্য, জনজীবন দুর্ভোগে
দিনের বেলা সূর্যের আলো কিছুটা দেখা গেলেও রাতে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। দিন ও রাতের তাপমাত্রার মধ্যে বেশ পার্থক্য থাকার কারণে তাপমাত্রার পরিবর্তন দেখা দিয়েছে। কৃষকদের ফসল রক্ষায় বীজতলা ভালোভাবে ঢেকে রেখে পরিচর্যার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কতৃপক্ষরা।
বদলগাছী আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন জেলায় তাপমাত্রা ওঠা নামা করতে পারে।
অন্যদিকে, ঠান্ডা হিমেল বাতাস থাকায় শীতে কষ্ট পাচ্ছে সাধারণ জনগণ। সময়মতো কাজে যেতে না পারায় বিপাকে পড়েছেন সাধারণ পেশাজীবির মানুষ। ফসলের বীজ এবং বীজতলা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।
এমএল/