রংপুরে ট্রাক ও পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:৩৭ অপরাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৪
রংপুরে ট্রাক ও পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং ২ জন গুরতর আহত হয়েছে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: কুড়িগ্রামে প্রতিবন্ধী ও বয়স্কদের মাঝে সেনাবাহিনীর কম্বল বিতরণ
বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম।
ওসি জানান, রংপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সাথে মিঠাপুকুর হেনামেমোরিয়াল কলেজের সামনে পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাওয়ার টিলারের ড্রাইভার মারা যায়। পরে পাওয়ার টিলারের অন্য ৩ জনকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। মেডিকেলে নেয়ার পর আরও একজন মারা যায়। নিহত ও আহতদের পরিচয় এখন নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন: পঞ্চগড়ে শৈত্য প্রবাহ ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত
ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে হাইওয়ে পুলিশ রয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন তারা। তবে ঘটনায় ট্রাক ড্রাইভার পলাতক রয়েছে।
আরএক্স/