ভাঙা রাস্তায় অ্যাম্বুলেন্সের ঝাঁকুনিতে প্রাণ ফিরল মৃত ব্যক্তির!


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:১৫ অপরাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৪


ভাঙা রাস্তায় অ্যাম্বুলেন্সের ঝাঁকুনিতে প্রাণ ফিরল মৃত ব্যক্তির!
হাসপাতালের বেডে বৃদ্ধ দর্শন সিং- ছবি: সংগৃহীত

ভাঙা রাস্তায় অ্যাম্বুলেন্সের ঝাঁকুনিতে বেঁচে উঠছেন ৮০ বছরের এক বৃদ্ধ। শুনে আবাক মনে হলেও ঘটনাটি সত্য। ভারতের হরিয়ানার কার্নালের বাসিন্দা ওই বৃদ্ধের নাম দর্শন সিং। 

 

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) হাসপাতালে চিকিৎসাধীন দর্শন সিংয় হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি হয়।ভেন্টিলেটরে দেওয়া হয় তাঁকে, কিন্তু সাড়া মেলেনি। এরপরই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।


জানা গেছে, হাসপাতাল থেকে মরদেহ অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছিল তার। ওই  অ্যাম্বুলেন্সে ছিলেন তার ছেলে ও অন্য কয়েকজন সদস্য।  এদিকে, বাড়িতে খবর পৌঁছাতেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল শেষকৃত্যের। তবে পুরো পরিস্থিতি পাল্টে যায় মাঝ রাস্তায়।


বাড়ির অর্ধেক রাস্তা পর্যন্ত পৌঁছালে হঠাৎ অ্যাম্বুলেন্সের চাকা গর্তে পড়ে যায়। এসময় ঝাঁকুনিতে কেঁপে ওঠে সবকিছু। তখনই দর্শন সিংয়ের ছেলে খেয়াল করেন, তার বাবার হাত নড়ে উঠেছে । প্রথমে চোখের ভুল ভাবলেও ওই সময় পাশে বসে থাকা আরেক পরিজনও খেয়াল করেন যে দর্শনের শরীর নড়াচড়া করছে।


আরও পড়ুন: বেকারত্বের হতাশায় স্ত্রীকে কুপিয়ে হত্যা


এই অবস্থায় পরিবারের লোকজন দর্শনকে দ্রুত রাওয়াল নামের একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে জানান, সত্যিই ওই বৃদ্ধ বেঁচে রয়েছেন। বর্তমানে দর্শন ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।


আরও পড়ুন: দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা, রেড অ্যালার্ট জারি


হাসপাতালটির চিকিৎসক নেত্রপাল বলেন, “যখন তাকে আমাদের কাছে আনা হয়েছিল, তখন তাঁর শ্বাসকষ্ট ছিল। তার রক্তচাপ ছিল এবং হৃদস্পন্দন চলছিল। আমরা জানি না অন্য হাসপাতালে কী ঘটেছে। তাঁর মৃত্যুর ঘটনা একটি প্রযুক্তিগত ত্রুটি ছিল নাকি অন্য কিছু তা বলতে পারছি না।”


জেবি/এসবি