ঘাটাইলে মোটরসাইকেল ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:৩৯ পিএম, ১৪ই জানুয়ারী ২০২৪

টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে আব্দুল বাছেদ (৭০) নামে এক বৃদ্ধ মাহেন্দ্র যাত্রী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা দুইজন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
আর পড়ুন: বিলুপ্তির পথে সদরপুরের মৃৎশিল্প
রবিবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় ঘাটাইল-সাঘর দিঘী সড়কের ধলাপাড়া চৌধুরী বাড়ি ঘাটপাড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল বাছেদ উপজেলার ধলাপাড়া ইউনিয়নের জাইপাটা গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে নৌকার সমর্থককে কুপিয়ে হত্যা
পুলিশ ও স্থানীয়রা জানান,রবিবার সকালে ধলাপাড়া চৌধুরী বাড়ির ঘাটপাড়ে মোটরসাইকেল ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্র যাত্রী আব্দুল বাছেদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় মারা যান তিনি।
ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল কুদ্দুস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
