Logo

৮ মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস নিয়োগ

profile picture
জনবাণী ডেস্ক
১৫ জানুয়ারী, ২০২৪, ২৩:৪৯
67Shares
৮ মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস নিয়োগ
ছবি: সংগৃহীত

রবিবার (১৪ জানুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

বিজ্ঞাপন

নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের একান্ত সচিব (পিএস) নিয়োগ দেওয়া শুরু হয়েছে।

রবিবার (১৪ জানুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

বিজ্ঞাপন

স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের একান্ত সচিব হিসেবে আগের একান্ত সচিব মো. আলমগীর হোসেন আবারও নিয়োগ পেয়েছেন।

বিজ্ঞাপন

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের একান্ত সচিব হিসেবে মোহাম্মদ সানোয়ার হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে।

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর একান্ত সচিব হিসেবে নৌ-মন্ত্রণালয়ের উপসচিব মোহা. আমিনুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পরিকল্পনামন্ত্রী আব্দুস সালামের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আবদুল হামিদ মিয়া।

বিজ্ঞাপন

ডাক, টেলিযোগও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের একান্ত হিসেবে মুশফিকুর রহমান নিয়োগ পেয়েছেন।

বিজ্ঞাপন

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমির একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব মোস্তাফিজার রহমান।

বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর একন্তি সচিব হিসেবে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব শাহগীর আলম নিয়োগ পেয়েছেন।

বিজ্ঞাপন

মন্ত্রী-প্রতিমন্ত্রীরা যতদিন এ পদে অলংকৃত করবেন অথবা তাদের জন্য পদায়নকৃত একান্ত সচিবকে ওই পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

বিজ্ঞাপন

গেল ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে আওয়ামী লীগ। ১০ জানুয়ারি সংসদ সদস্যদের শপথের পর ১১ জানুয়ারি শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। শেখ হাসিনার নেতৃত্বে ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী নিয়ে সরকার গঠন করা হয়। রোববার থেকে প্রথম অফিস শুরু করেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD