আলেশা মার্টের চেয়ারম্যানের জামিন শুনানি করলেন ব্যারিস্টার সুমন


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:১৮ অপরাহ্ন, ১৫ই জানুয়ারী ২০২৪


আলেশা মার্টের চেয়ারম্যানের জামিন শুনানি করলেন ব্যারিস্টার সুমন
আলেশা মার্টের চেয়ারম্যান - ব্যারিস্টার সুমন | ফাইল ছবি

অনলাইনভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদার পৃথক নয় মামলায় জামিনের পক্ষে শুনানি করেছেন সদ্য সংসদ সদস্য নির্বাচিত হাওয়া ব্যারিস্টার সাইদুল হক সুমন।


সোমবার (১৫ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।


এদিন আসামি মঞ্জুরুল আলম শিকদারের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। জামিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সাইদুল হক সুমন।


শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত সাত মামলায় এবং ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত দুই মামলায় জামিন মঞ্জুর করেন। 



আরও পড়ুন: ভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা


এর আগে রবিবার (১৪ জানুয়ারি) রাজধানীর বনানী থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর নয়টি মামলার গ্রেফতারি পরোয়ানামূলে আদালতে হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


আরও পড়ুন: রিজেন্ট সাহেদের খালাসের রায় স্থগিত


২০২০ সালের ২৬ জুলাই আলেশা মার্ট যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর থেকে নিবন্ধন পায়। প্রতিষ্ঠানটি ২০২০ সালের ১০ নভেম্বর ঢাকার উত্তর সিটি করপোরেশন থেকে ট্রেড লাইসেন্স নেয়। আনুষ্ঠানিকভাবে আলেশা মার্টের যাত্রা শুরু হয় ২০২১ সালের ৭ জানুয়ারি।


জেবি/এসবি