উক্রেনের হামলা, রাশিয়ার ভোরোনজ শহরে জরুরি অবস্থা জারি


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮:৩৭ অপরাহ্ন, ১৬ই জানুয়ারী ২০২৪


উক্রেনের হামলা, রাশিয়ার ভোরোনজ শহরে জরুরি অবস্থা জারি
ছবি: সংগৃহীত

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ভোরোনজ শহরে ইউক্রেনীয় ড্রোন হামলায়  জরুরি অবস্থা জারি করা হয়েছে। এই ড্রোন হামলায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এছাড়া এক শিশু আহত হওয়ার খবরও পাওয়া গেছে।


মঙ্গলবার (১৬ জানুয়ারি) শহরটির মেয়র ভাদিম কেস্তেনিন টেলিগ্রাম পোস্টে জানিয়েছেন, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সুবিধার্থেই এই জরুরি অবস্থা জারি করা হয়েছে। 


আরও পড়ুন: বাংলাদেশের রিজার্ভ চুরি করা হ্যাকার গ্রুপটি এখনও সক্রিয়: জাতিসংঘ


শহরটির গভর্নর আলেকসানদর গুসেভ টেলিগ্রাম পোস্টে লিখেছেন, “একটি ছোটো মেয়ে ভূপাতিত ড্রোন থেকে ছুটে আসা ধ্বংসাবশেষের আঘাতে আহত হয়েছে।” সেই সাথে বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানান তিনি।


আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে প্রবল তুষারঝড়ে স্কুল বন্ধ, ফ্লাইট বাতিল


রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঁচটি ড্রোন ভূপাতিত করেছে এবং আরো তিনটি ড্রোন প্রতিহত করেছে। ভোরোনেজ শহরের কাছে রাশিয়ার একটি বিমানঘাঁটিও রয়েছে। সূত্র: আনাদোলু


জেবি/এসবি