Logo

কাপড় চুরির দায়ে নিউজিল্যান্ডের এমপির পদত্যাগ

profile picture
জনবাণী ডেস্ক
১৭ জানুয়ারী, ২০২৪, ২৩:০৪
42Shares
কাপড় চুরির দায়ে নিউজিল্যান্ডের এমপির পদত্যাগ
ছবি: সংগৃহীত

মঙ্গলবার (১৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

বিজ্ঞাপন

নিউজিল্যান্ডের সংসদ সদস্য (এমপি) গোলরিজ ঘাহরামানের (৪২) বিরুদ্ধে  দোকান থেকে পণ্য চুরির অভিযোগ  উঠেছে। এতে এমপি থেকে পদত্যাগ করেছেন বলে জানা গেছে।  তিনি গ্রিন পার্টির সদস্য। পুলিশ এ অভিযোগ তদন্ত করে দেখছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

বিজ্ঞাপন

গোলরিজ ঘাহরামানের বিরুদ্ধে অভিযোগ, তিনি কাপড়ের দুটি দোকান থেকে তিনবার চুরি করেছেন। এ দুটি দোকানের একটি অকল্যান্ডে এবং অন্যটি ওয়েলিংটনে।

বিজ্ঞাপন

সিসিটিভি ফুটেজে দেখা যায়, অকল্যান্ডের একটি বুটিক দোকান থেকে গোলরিজ একটি হ্যান্ডব্যাগ নিয়ে যাচ্ছেন। এমন ভিডিও সামনে আসতেই মঙ্গলবার এমপির পদ থেকে সরে দাঁড়ান তিনি।

বিজ্ঞাপন

গোলরিজ বলেন, “আমি অনেককে হতাশ করেছি। আমি খুবই দুঃখিত”

বিজ্ঞাপন

এক বিবৃতিতে তিনি বলেন, “নির্বাচিত প্রতিনিধিদের কাছ থেকে মানুষ যে উঁচু মানের আচরণ আশা করে, তেমনটি তিনি করতে পারেননি।”

বিজ্ঞাপন

জাতিসংঘের মানবাধিকার আইনজীবী হিসেবে কাজ করেছেন গোলরিজ। গত  ২০১৭ সালে নিউজিল্যান্ডে প্রথমবারের মতো শরণার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছিলেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD