দুমকীতে ট্রাকসহ ৬ চোরাই গরু উদ্ধার


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:২২ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৪


দুমকীতে ট্রাকসহ ৬ চোরাই গরু উদ্ধার
ট্রাকসহ চোরাই গরু। ছবি: জনবাণী

পটুয়াখালীর দুমকীতে ট্রাকসহ ৬টি চোরাই গরু উদ্ধার করেছেন থানা পুলিশ। 


মঙ্গলবার (১৬ জানুয়ারি) উপজেলার চরগরবদী ফেরিঘাট থেকে ট্রাক ৬টি গরু বোঝাইসহ আটক করা হয়। 


আরও পড়ুন: দক্ষিণবঙ্গ পটুয়াখালী তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত


বুধবার গরুসহ ট্রাকটিকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়। উপজেলার লেবুখালী পাগলার মোড় এলাকার পায়রা সেতুর টোল প্লাজায় পুলিশের অভিযান চলাকালীন সময়ে একটি গরু বোঝাই ট্রাককে পুলিশের সন্দেহ হলে থামানোর জন্য বলেন। তাক্ষণিক ড্রাইভার পুলিশ দেখে দ্রুত ট্রাক নিয়ে উল্টো পথে পালানোর চেষ্টা করেন। 


এক পর্যায়ে পগলার মোড় হয়ে ট্রাকটি দুমকী বাউফল মহাসড়কে ঠুকে যান।সাথে সাথে পুলিশ ট্রাকটিকে ধাওয়া করলে পথিমধ্যে চরগরবদী ফেরীঘাট এলাকায় গরুসহ ট্রাক ফেলে রেখে ড্রাইভার ও চোর চক্র পালিয়ে যান।পরে পুলিশ ট্রাকসহ ৬টি চোরাই গরু উদ্ধার করে থানায় নিয়ে যান।


আরও পড়ুন: ভোলায় ফায়ার সার্ভিসের জনসচেতনতা মূলক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন


দুমকী থানা অফিসার ইনচার্জ মো.আব্দুল হান্নান বলেন, ট্রাকটি মূলত পটুয়াখালীর উদ্দেশ্য রওয়ানা দিয়েছিলেন পথিমধ্যে পুলিশ দেখে দুমকীর রাস্তায় ট্রাক গরু ফেলে রেখে ড্রাইভারসহ চোর চক্র পালিয়ে যান।আমরা গরুসহ ট্রাকটিকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করেছি।


আরএক্স/