ভোলায় ফায়ার সার্ভিসের জনসচেতনতা মূলক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:৪৩ অপরাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৪


ভোলায় ফায়ার সার্ভিসের জনসচেতনতা মূলক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
ছবি: সংগৃহীত

ভোলা জেলা শহরে তিন দিনব্যাপী  ফায়ার সার্ভিসের জন সচেতনতামূলক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। 


শনিবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায়  সার্ভিস স্টেশন চত্বরে অগ্নি নির্বাপণ, অনুসন্ধান, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক এ কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এ কার্যক্রমের আয়োজন করে।


আরও পড়ুন: ভোলার ৪টি আসনেই নৌকার প্রার্থীরা জয়ী


জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ সহকারী পরিচালক মো. লিটন আহম্মেদের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হক, ফায়ার সার্ভিস ভোলা সদরের স্টেশন অফিসার মো. সুমন মিয়া, চরফ্যশনের মো. আসাদুজ্জামান, দৌলতখানের মিজানুর রহমান প্রমুখ ।


আরও পড়ুন: ভোলার মনপুরায় অগ্নিকাণ্ড


জেলা ফায়ার সার্ভিস এর উপ সহকারী পরিচালক জানান, বাংলাদেশের একটি দুর্যোগ প্রবন এলাকা।যেকোনো সময়ে বিভিন্ন দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই আজকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্য ও ভলান্টিয়ারদের নিয়ে  এ প্রশিক্ষণ হচ্ছে। যাতে করে দুর্যোগকালীন সময়ে সবাইকে নিয়ে একসাথে কাজ করা যায়। প্রথম দুইদিন টেকনিক্যালসহ বিভিন্ন বিষয়ের প্রশিক্ষণ শেষে শেষের দিন মহড়া অনুষ্ঠিত হবে।


জেবি/এসবি