Logo

কাতারের মধ্যস্থতায় ওষুধ পৌঁছালো গাজায়

profile picture
জনবাণী ডেস্ক
১৮ জানুয়ারী, ২০২৪, ২৩:২৯
53Shares
কাতারের মধ্যস্থতায় ওষুধ পৌঁছালো গাজায়
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ কাতারের মধ্যস্থাতায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ওষুধের চালান পৌঁছেছে

বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যের দেশ কাতারের মধ্যস্থাতায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ওষুধের চালান পৌঁছেছে। কাতারের মধ্যস্থতায় ইসরাইল ও হামাস এ বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর একদিন পরই অঞ্চলটিতে ওষুধের ট্রাক পৌঁছায়।

বুধবার (১৭ জানুয়ারি) কাতারের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই খবর জানিয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ জানুয়ারি) ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওষুধ এবং মানবিক সহায়তা প্রদানের বিনিময়ে গাজায় ইসরাইলি জিম্মিদের কাছে ওষুধ সরবরাহ করা বিষয়ে একটি চুক্তিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস। এর মধ্যস্ততা করেছিল কাতার।  

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কাতারি পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র ড. মাজেদ আল-আনসারি বলেছেন, ‘ঘোষিত চুক্তি বাস্তবায়নে গত কয়েক ঘন্টায় গাজা উপত্যকায় বেসামরিকদের জন্য ওষুধ ও সহায়তা সামগ্রী প্রবেশ করেছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে রাজনৈতিক ও মানবিক স্তরে মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কাতার।’

বিজ্ঞাপন

এর আগে, মন্ত্রণালয়টি জানিয়েছিল, গাজায় পাঠানোর আগে ওষুধ সামগ্রীগুলো বুধবার দোহায় এবং এরপর মিসরে যাবে। তারপর রাফাহ ক্রসিং পার হয়ে সেগুলো গাজায় পৌঁছাবে।

বিজ্ঞাপন

কাতার এবং ফ্রান্সের মধ্যস্থতায় মঙ্গলবার দু’পক্ষের প্রতিনিধিদের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তিতে হামাস শর্ত ছিল, জিম্মিদের দেওয়া ওষুধের প্রতি বাক্সের বিনিময়ে গাজার ফিলিস্তিনিদেরকে অবশ্যই এক হাজার বাক্স করে ওষুধ দিতে হবে।

বিজ্ঞাপন

জেবি/এজে

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD