Logo

এক শর্তে ইসরাইলকে স্বীকৃতি দেবে সৌদি

profile picture
জনবাণী ডেস্ক
১৮ জানুয়ারী, ২০২৪, ২৪:৫০
61Shares
এক শর্তে ইসরাইলকে স্বীকৃতি দেবে সৌদি
ছবি: সংগৃহীত

দীর্ঘ দিন ধরে সৌদি আরবের সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক করতে চেষ্টা করছে যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

দীর্ঘ দিন ধরে সৌদি আরবের সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক করতে চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন মধ্যস্থতায় দুই দেশের সম্পর্ক প্রতিষ্ঠায় বেশ অগ্রগতির খবরও আসে। তবে গাজা যুদ্ধ শুরু হলে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক দৃশ্যপট পাল্টে যায়। ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার পথ থেকে সরে আসে সৌদি। তবে কয়েক মাস পর আবারও আলোচনায় এসেছে দুই দেশের সম্পর্কের বিষয়টি। সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ফিলিস্তিন ইস্যু সমাধান হলেই ইসরাইলকে স্বীকৃতি দেবে সৌদি আরব।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক প্যানেল আলোচনায় সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেছেন, সৌদি আরব ইসরাইলকে স্বীকৃতি দিতে পারে। তবে এ ক্ষেত্রে শর্ত হলো ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে বড় ধরনের চুক্তিতে পৌঁছাতে হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ফয়সাল বিন ফারহান বলেন, আমরা একমত যে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শান্তির বিষয়ে আসলে সেখানে ইসরাইলের শান্তির বিষয়টি থাকে। তবে এটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ফিলিস্তিনিদের শান্তি নিশ্চিত করে করতে হবে।

এ সময় রাজনৈতিক চুক্তির অংশ হিসেবে ইসরাইলকে সৌদি আরব স্বীকৃতি দেবে কি না জানতে চাইলে ফয়সাল বিন ফারহান বৃহত্তর বলেন, অবশ্যই।

বিজ্ঞাপন

ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে ইসরাইল। এখন ইসরাইল যদি সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারে সেটি হবে তাদের জন্য বড় অর্জন। এমনকি ইসরাইল ও সৌদির মধ্যে এই চুক্তি মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিকে বদলে দিতে পারে।

বিজ্ঞাপন

সুন্নি মুসলমান প্রধান সৌদি আরব মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ এবং ইসলামের সবচেয়ে পবিত্র মক্কা ও মদিনার অবস্থান এই দেশে। মুসলিম বিশ্বে এর যথেষ্ট ধর্মীয় প্রভাব রয়েছে।

বিজ্ঞাপন

গত অক্টোবরে হামাসের হামলার জবাবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা শুরু করে ইসরাইল। তিন মাসের বেশি সময় ধরে অব্যাহত ইসরাইলি হামলায় ২৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার আলোচনা থেকে সরে আসে সৌদি আরব। এ বিষয়ে পুনরায় আলোচনা শুরু হতে আরও দেরি হবে বলে জানিয়েছে রয়টার্স।

বিজ্ঞাপন

জেবি/এজে

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD