নিজ বাসভবনে দিল্লির মুখ্যমন্ত্রীর ওপর হামলা, গ্রেপ্তার ১


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩:০৭ পিএম, ২০শে আগস্ট ২০২৫


নিজ বাসভবনে দিল্লির মুখ্যমন্ত্রীর ওপর হামলা, গ্রেপ্তার ১
ছবি: সংগৃহীত

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তকে সিভিল লাইন্সের সরকারি বাসভবনে শারীরিকভাবে আক্রমণ করা হয়েছে।


বুধবার (২০ আগস্ট) সকালে দিল্লির সিভিল লাইন্স এলাকায় মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে ঘটেছে এ ঘটনা।


আরও পড়ুন: গাজা সীমান্তে ৪০ হাজার সেনা মোতায়েন করল মিশর


এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট জানিয়েছে, বুধবার সকালে মুখ্যমন্ত্রীর বাসভবনে চলছিল ‘জন সুনওয়াই’ বা জনতার অভাব অভিযোগ শোনার সেশন। সে সময়েই ৩০ থেকে ৩৫ বছর বয়সী এক ব্যক্তি সোজা রেখা গুপ্তার কাছাকাছি গিয়ে একটি কাগজ দেয়, এবং তারপরই তাকে সজোরে চপোটাঘাত করে এবং চুলের মুঠি ধরে। এ সময় চিৎকার করে মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করছিল সে।


হামলাকারী ওই ব্যক্তির কাছ থেকে কিছু কাগজ উদ্ধার করা হয়েছে। সেগুলোতে কী লেখা আছে, জানা যায়নি তবে সূত্রের বরাতে জানা গেছে হামলার আগে মুখ্যমন্ত্রীকে যে কাগজ সে দিয়েছিল এবং যে কাগজ তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে, সেগুলো আদালত সম্পর্কিত।


আরও পড়ুন: ইউক্রেনে মার্কিন সেনা পাঠানো হবে না: ট্রাম্প


ভারতীয় সংবাদমাধ্যম আইএনএস জানিয়েছে, মুখ্যমন্ত্রী রেখা গুপ্তকে চপোটাঘাত ও চুলের মুঠি ধরার পাশাপাশি তার মাথায় ভারী কিছু দিয়ে আঘাতও করেছে ওই ব্যক্তি। বিজেপিও একই অভিযোগ করেছে। বিজেপির দিল্লি শাখার প্রেসিডেন্ট বীরেন্দ্র সাচদেব এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।


গ্রেপ্তার ব্যক্তির নাম-পরিচয় উল্লেখ করেনি দিল্লি পুলিশ।


আরএক্স/