গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬০ ফিলিস্তিনি নিহত


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:১৫ পিএম, ২০শে আগস্ট ২০২৫


গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬০ ফিলিস্তিনি নিহত
ফাইল ছবি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা থামছেই না। নতুন করে চালানো হামলায় আরও অন্তত ৬০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ হাজার ১০০ জনে।


মঙ্গলবার (১৯ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু।


আরও পড়ুন: গাজা সীমান্তে ৪০ হাজার সেনা মোতায়েন করল মিশর


প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন ৬০ জন এবং আহত হয়েছেন আরও ৩৪৩ জন। এ নিয়ে গাজায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার ৫৭৩ জনে।


অন্যদিকে, মানবিক সহায়তা নিতে গিয়ে একদিনেই আরও ৩১ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া অনাহার ও অপুষ্টিতে মারা গেছেন তিনজন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, এ নিয়ে অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৬ জনে, যাদের মধ্যে ১১২ জন শিশু।


আরও পড়ুন: ইউক্রেনে মার্কিন সেনা পাঠানো হবে না: ট্রাম্প


মন্ত্রণালয় আরও জানিয়েছে, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় পড়ে রয়েছেন। উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে না পারায় হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।


২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের ধারাবাহিক হামলায় এখন পর্যন্ত অন্তত ৬২ হাজার ৬৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।


আরও পড়ুন: আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৭১


এর আগে, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পাশাপাশি গণহত্যার অভিযোগে ইসরায়েলকে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলার মুখোমুখি হতে হয়েছে।


তবুও গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ হয়নি। এ ঘটনায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় অব্যাহত রয়েছে।


এএস