নেতানিয়াহু ও নিজেকে ‘যুদ্ধবীর’ ঘোষণা করলেন ট্রাম্প, সমালোচনার ঝড়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩:০৯ পিএম, ২০শে আগস্ট ২০২৫

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা জারি করলেও তাকে ‘যুদ্ধবীর’ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (১৯ আগস্ট) মার্কিন রক্ষণশীল রেডিও সঞ্চালক মার্ক লেভিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “নেতানিয়াহু একজন ভালো মানুষ। তিনি সেখানে লড়ছেন… তিনি একজন যুদ্ধবীর। আমি তার সঙ্গে কাজ করেছি। আমি মনে করি আমিও যুদ্ধবীর।”
আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬০ ফিলিস্তিনি নিহত
গাজায় ইসরাইলি আগ্রাসনের জন্য নেতানিয়াহুকে দায়ী করার বিষয়টি উড়িয়ে দিয়ে ট্রাম্প আরও বলেন, “তারা আসলে তাকে কারাগারে ঢোকাতে চাইছে।”
তবে ট্রাম্প আইসিসির পরোয়ানার কথা বলেছেন নাকি নেতানিয়াহুর দেশীয় দুর্নীতি মামলার প্রসঙ্গ তুলেছেন, তা স্পষ্ট নয়। এর আগে গত জুনে তিনি প্রকাশ্যে নেতানিয়াহুর দুর্নীতি মামলা বাতিলের দাবি জানিয়েছিলেন।
আরও পড়ুন: নাইজেরিয়ায় ফজরের নামাজে সশস্ত্র হামলা, নিহত ২৭
২০২০ সাল থেকে দুর্নীতি মামলায় বিচারাধীন নেতানিয়াহু ইসরাইলের ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী, যিনি দায়িত্বে থাকাকালীন ফৌজদারি বিচারের মুখোমুখি হয়েছেন। অন্যদিকে, গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের নভেম্বরে আইসিসি নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
ফিলিস্তিনিদের অভিযোগ, ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত গাজায় ৬২ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। ধ্বংসযজ্ঞে গোটা গাজা দুর্ভিক্ষের মুখে পড়েছে।
আরও পড়ুন: গাজা সীমান্তে ৪০ হাজার সেনা মোতায়েন করল মিশর
সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, অতীতে হামাসের সঙ্গে আলোচনায় তিনি ইসরাইলি জিম্মিদের মুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার কথায়, “আমি-ই সব জিম্মিকে ফিরিয়ে এনেছিলাম। অসংখ্য চিঠি পেয়েছি তাদের পরিবার ও মুক্তিপ্রাপ্তদের কাছ থেকে।”
এছাড়া তিনি গর্বের সঙ্গে উল্লেখ করেন, মার্কিন সেনারা তার নির্দেশে ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছিল। ট্রাম্প বলেন, “আমি বিমান পাঠিয়েছিলাম, তারা কাজ সম্পন্ন করে ফিরে এলো। আমি তাদের পুরস্কৃত করেছি। এটি ছিল নিখুঁত অভিযান।”
আরও পড়ুন: ইউক্রেনে মার্কিন সেনা পাঠানো হবে না: ট্রাম্প
সাক্ষাৎকারে ট্রাম্প ডেমোক্রেটদেরও আক্রমণ করেন এবং সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমারকে ফিলিস্তিনপন্থি বলে অভিযুক্ত করে বলেন, “ডেমোক্রেটরা এখন ফিলিস্তিনি হয়ে গেছে। আমরা শুমারকে নিউ ইয়র্কের ফিলিস্তিনি সিনেটর বলি।”
এএস