গাজা সীমান্তে ৪০ হাজার সেনা মোতায়েন করল মিশর


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:০৫ পিএম, ২০শে আগস্ট ২০২৫


গাজা সীমান্তে ৪০ হাজার সেনা মোতায়েন করল মিশর
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার পাশে নজিরবিহীনভাবে সেনা সংখ্যা বাড়িয়েছে মিশর। বিশেষ করে গাজা সীমান্তবর্তী ‘জোন সি’ এলাকায় ব্যাপক সেনা মোতায়েন করা হয়েছে। সেখানে সাঁজোয়া যান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ বাহিনী এবং এম-৬০ যুদ্ধট্যাংক মোতায়েন রয়েছে।


বর্তমানে উত্তর সিনাই অঞ্চলে প্রায় ৪০ হাজার মিশরীয় সেনা অবস্থান করছে, যা ১৯৭৯ সালের মিশর-ইসরায়েল শান্তিচুক্তিতে নির্ধারিত সেনা সংখ্যার তুলনায় বহুগুণ বেশি।


আরও পড়ুন: ইউক্রেনে মার্কিন সেনা পাঠানো হবে না: ট্রাম্প


মঙ্গলবার (১৯ আগস্ট) মিডল ইস্ট আই-কে দেওয়া সাক্ষাৎকারে মিশরের এক সামরিক কর্মকর্তা জানান, ইসরায়েল গাজা সিটিতে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে- এমন প্রেক্ষাপটে কায়রো আশঙ্কা করছে, বিপুল সংখ্যক গাজাবাসী উত্তর সিনাই হয়ে মিশরে প্রবেশের চেষ্টা করতে পারে।


সূত্র জানায়, বাড়তি সেনা মোতায়েনের বিষয়টি ইসরায়েলকে অবহিত করা হয়েছে। মিশর জানিয়েছে, এটি সম্পূর্ণ আত্মরক্ষামূলক ব্যবস্থা। একইসঙ্গে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে- যদি ইসরায়েলের হামলা মিশরের ভেতরে পৌঁছায়, তবে শক্ত জবাব দেওয়া হবে।


আরও পড়ুন: আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৭১


কর্মকর্তা আরও জানান, প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ এল-সিসির প্রত্যক্ষ নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সশস্ত্র বাহিনীর সুপ্রিম কাউন্সিল ও জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠকের পরই অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়।


তিনি স্পষ্ট করে বলেন, “ইসরায়েলের উদ্দেশ্য হামাসকে নির্মূল করা এবং গাজার জনগণকে স্থানচ্যুত করা। কিন্তু মিশর এই পরিকল্পনা কোনোভাবেই সমর্থন করবে না।”


আরও পড়ুন: গাজা সীমান্তে বিপুল পরিমাণে সেনা মোতায়েন মিসরের


সম্প্রতি মিশরের পররাষ্ট্রমন্ত্রীও ঘোষণা দেন, গাজার জনগণকে অন্যত্র সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনায় তারা সহযোগিতা করবে না; বরং তা প্রতিরোধে সর্বোচ্চ পদক্ষেপ নেবে।


এএস