নাইজেরিয়ায় ফজরের নামাজে সশস্ত্র হামলা, নিহত ২৭
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১১ পিএম, ২০শে আগস্ট ২০২৫

আফ্রিকার নাইজেরিয়ার উত্তরাঞ্চলের কাটসিনা রাজ্যে ফজরের নামাজের সময় মসজিদে সশস্ত্র হামলায় অন্তত ২৭ জন মুসল্লি নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও বেশ কয়েকজন।
মঙ্গলবার (১৯ আগস্ট) ভোর চারটার দিকে কাটসিনা রাজ্যের মালুমফাশি এলাকার প্রত্যন্ত উঙ্গুয়ান মানতাউ গ্রামের মসজিদে নামাজের জন্য জড়ো হওয়া মুসল্লিদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় সশস্ত্র দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই অনেক মুসল্লি প্রাণ হারান।
আরও পড়ুন: ইউক্রেনে মার্কিন সেনা পাঠানো হবে না: ট্রাম্প
হামলার পর আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার না করলেও দেশটির উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্যাঞ্চলে প্রায়ই জমি ও পানির সীমিত প্রবেশাধিকার নিয়ে পশুপালক এবং কৃষকদের মধ্যে সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটে থাকে। এসব বিরোধের জের ধরেই প্রায়ই সংঘবদ্ধ সশস্ত্র হামলার খবর পাওয়া যায়।
আরও পড়ুন: আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৭১
গত জুনেও দেশটির উত্তর-মধ্যাঞ্চলে এক হামলায় শতাধিক মানুষ প্রাণ হারায়।
রাজ্যের কমিশনার নাসির মুয়াজু জানিয়েছেন, সর্বশেষ ঘটনাটির পর উঙ্গুয়ান মানতাউ এলাকায় সেনা ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আর যেন কোন হামলা না ঘটে সে জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরএক্স/