শিগগিরই ডিজিটাল চ্যানেলে ভারতের সাথে পেমেন্ট চালু: পলক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:২৬ অপরাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৪
ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, ভারতের সাথে দ্রুতই ডিজিটাল চ্যানেলে পেমেন্ট চালু হবে। এছাড়া সাইবার নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ-ভারত একসাথে কাজ করবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে বৈঠকে বসেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পরে গণমাধ্যমকর্মীদের এ কথা জানানো হয়।
আরও পড়ুন: বিজ্ঞান জাদুঘরে সেমিনার: ভবনকেন্দ্রীক সৌরবিদ্যুৎ ব্যবহার অত্যাবশ্যক
আইসিটি প্রতিমন্ত্রী বলেন, “শিগগিরই বাংলাদেশের ‘টাকা পে’ ও ভারতের ‘রুপি পে’ এর মধ্যে ডিজিটাল চ্যানেলে পেমেন্ট শুরু হবে। এতে হুন্ডি ও অর্থপাচার বন্ধ হবে।”
আরও পড়ুন: চার্জ ছাড়াই ৫০ বছর চলতে সক্ষম স্মার্টফোন!
অন্যদিকে, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সরকারকে স্বাগত জানিয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, “দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ফলে দুই দেশের জনগণ উপকৃত হয়েছে। দুই দেশের মানুষের অংশগ্রহণে তরুণদের কীভাবে আরও প্রযুক্তিনির্ভর ও কর্মমুখী করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়তে ভারত পাশে থাকবে।”
জেবি/এসবি