চীনে স্কুলের ছাত্রাবাসে আগুনে প্রাণ গেল ১৩ জনের


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:১৬ পূর্বাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৪


চীনে স্কুলের ছাত্রাবাসে আগুনে প্রাণ গেল ১৩ জনের
ছবি: সংগৃহীত

চীনের মধ্যাঞ্চলীয় প্রদেশ হেনানের একটি  স্কুলের ছাত্রাবাসে আগুন লেগে ১৩ জনের প্রাণহানি হয়েছে। 


শনিবার (২০ জানুয়ারি) দেশটির সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া এই খবর জানায়। 


প্রতিবেদনে বলা হয়, হেনান প্রদেশের ইয়ানশানপু গ্রামের ইংকাই স্কুলে আগুন লাগার খবর স্থানীয় অগ্নিনির্বাপক বিভাগের কাছে আসে শুক্রবার (১৯ জানুয়ারি) রাত ১১টার দিকে। এই আগুনে ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থাটি। এ ছাড়া আহত হয়েছে আরও একজন। আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান উদ্ধারকর্মীরা এবং রাত ১১টা ৩৮ মিনিটে আগুন নিভিয়ে ফেলা হয়।


আরও পড়ুন: হংকংয়ে গলায় দুধ আটকে শিশুর মৃত্যু


শুক্রবারের (১৯ জানুয়ারি) এই অগ্নিকাণ্ডের ঘটনায় যারা বেঁচে গেছে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা স্থিতিশীল অবস্থায় রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া। এ ছাড়া আগুনের কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে বলেও জানানো হয়।


অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও দুর্বল রক্ষণাবেক্ষণের জন্য আগুনের ঘটনা চীনে নতুন কিছু নয়। গেল বছরের নভেম্বর মাসে দেশটির শানশি প্রদেশে একটি কয়লা কোম্পানির অফিসে আগুনের ঘটনায় ২৬ জনের প্রাণহানি ঘটে এবং বেশ কিছু লোককে হাসপাতালে ভর্তি করা হয়।


আরও পড়ুন: মঙ্গলের পৃষ্ঠে মিলল অদ্ভুত বহুভুজ কাঠামো


গেল এপ্রিলে রাজধানী বেইজিংয়ের একটি হাসপাতালে আগুনের ঘটনায় ২৯ জন মারা যায়। ওই আগুন থেকে জীবন বাঁচাতে লোকজন বহুতল ভবনের জানালা দিয়ে লাফিয়ে নিচে নেমে আসে।


জেবি/এসবি