হাজিরা দিতে এসে পুলিশের মোটরসাইকেল চুরি করে পালালো আসামি


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১১:২২ পূর্বাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৪


হাজিরা দিতে এসে পুলিশের মোটরসাইকেল চুরি করে পালালো আসামি
ছবি: সংগৃহীত

মাদক মামলায় আদালতে হাজিরা দিতে এসে পিরোজপুরে পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি করে নিয়ে যান ফয়সাল শেখ (৩৩) নামে এক যুবক। পরে শনিবার সকালে শহরের ছোট খলিশাখালী এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ তাকে গ্রেফতার করে পুলিশ। 


গ্রেফতার ফয়সাল শেখ পিরোজপুর সদর উপজেলার কুমারখালী এলাকার ফারুখ শেখের ছেলে। 


শনিবার (২০ জানুয়ারি) বিকেলে পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।


আরও পড়ুন: পিরোজপুরে মৌসুমের শেষে আমড়ার বাম্পার ফলন


তিনি বলেন, গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) পিরোজপুর আদালতে একাধিক মাদক মামলার আসামি ফয়সাল শেখ হাজিরা দিয়ে ফেরার পথে পুলিশ সদস্য মেহেদী হাসানের মোটরসাইকেল চুরি করে পালিয়ে যায়। পরে পুলিশ তথ্যপ্রযুক্তি ও সিসি ক্যামেরার সহায়তায় আসামি ফয়সালকে শনাক্ত করে। এরপর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে শনিবার সকালে শহরের ছোট খলিশাখালী এলাকা থেকে আসামি ফয়সাল শেখকে গ্রেফতারর করে। আসামির দেওয়া তথ্যে সদর উপজেলার মূলগ্রাম এলাকা থেকে চুরি যাওয়া মোটরবাইকটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


জেবি/এসবি