নারায়ণগঞ্জে দুই বাসে আগুন
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৯:০৮ পিএম, ২১শে জানুয়ারী ২০২৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্লোরি পরিবহনের দুটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে দুটি বাসই পুরোপুরি পুড়ে গেছে।
রবিবার (২১ জানুয়ারি) সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের বলাইখা এলাকায় এ ঘটনা ঘটে। এতে বাসের হেলপার তুহিন সামান্য দগ্ধ হয়েছেন।
স্থানীয়ারা জানায়, ভুলতা ইউনিয়নের বলায়া এলাকায় ভোর ৫টার দিকে গ্লোরি পরিবহনের ঢাকা মেট্রো-ব-১২-২৯৪৩ ও ঢাকা মেট্রো-ব-১৫-০৪১৬ এর দুটি বাসে আগুন জ্বলতে দেখতে পেয়ে এলাকবাসী দ্রুত আগুন নেভানোর চেষ্টা চালায়। সেই সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেয়। তবে ফায়ার সার্ভিস কর্মীরা আসার আগে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ৩ পুলিশকে কুপিয়ে ও পিটিয়ে জখম
এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, “ভোরে দুটি বাসে অগ্নিকাণ্ডের খবর পাই। খবর পেয়ে টহলরত পুলিশের এএসআই উত্তম কুমারকে ঘটনাস্থলে পাঠানো হয়। স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।”
আরও পড়ুন: নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে দগ্ধ ইলিয়াসের মৃত্যু
কাঞ্চন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। মশার কয়েল থেকে নাকি অন্যকিছু থেকে আগুন লেগেছে, তা তদন্ত শেষে জানা যাবে।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
