ধলেশ্বরী নদীতে লঞ্চ থেকে নিখোঁজ ইয়াছমিনের সন্ধান চায় স্বজনরা


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৫৪ পিএম, ২২শে জানুয়ারী ২০২৪


ধলেশ্বরী নদীতে লঞ্চ থেকে নিখোঁজ ইয়াছমিনের সন্ধান চায় স্বজনরা
নিখোঁজ ইয়াছমিন বেগম । ফিইল ছবি

নারায়নগঞ্জ ফতুল্লা এলাকাধীন লঞ্চ থেকে নিখোঁজ হয়েছে মুন্সীগঞ্জ সদর উপজেলার নলবুনিয়াকান্দি গ্রামের শাহ আলমের স্ত্রী ইয়াছমিন বেগম (৪৯)।


রবিবার (২১ জানুয়ারী) সন্ধ্যা ৬টার সময় ঢাকা টু চাঁদপুরগামী সোনারতরী-৩ লঞ্চে এ ঘটনা ঘটে।


আরও পড়ুন: নারায়ণগঞ্জে ৩ পুলিশকে কুপিয়ে ও পিটিয়ে জখম


লঞ্চ মুন্সীগঞ্জ ঘাটে ভিড়ার পর সকল যাত্রী নামলেও দেখা মিলেনি ইয়াছমিন বেগমের। ঘাটে অপেক্ষান তার মেয়ে সালমা বেগম নিশ্চিত হন যে তাহার মা নিখোঁজ। আর সেই থেকে বহু খোজা-খোঁজি করেন এবং ফতুল্লা নৌ পুলিশ স্টেশন ও মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনকে অবগত করালে তারা বলেন আমরা নিখোঁজ ব্যক্তিকে খোঁজার চেষ্টা অব্যাহত রেখেছি।


আরও পড়ুন: নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে দগ্ধ ইলিয়াসের মৃত্যু


নিখোঁজ ইয়াছমিনের মেয়ে সালমা বেগম বলেন, লঞ্চ থেকে যাত্রীরা নামার পর  মাকে নামতে না দেখতে পেয়ে লঞ্চের ভিতরে গিয়ে মায়ের পায়ের জুতা পেয়েছি। নিখোঁজ ইয়াছমিনের গায়ের রং উজ্জল শ্রামলা, পরনে ছিলো শ্যওলা কালারের বোরকা ও সবুজ রংয়ের হেজাব। 


এবিষয়ে মুক্তারপুর নৌপুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ বলেন,আমরা অভিযোগের ভিত্তিতে নিখোঁজ ব্যক্তির অনুসন্ধানে কাজ করছি।


আরএক্স/