নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ'র উচ্ছেদ অভিযান

অভিযানের পাশাপাশি জরিমানা আদায় করে সংস্থাটি
বিজ্ঞাপন
নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদী তীরে অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান পরিচালনা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ)।
বুধবার (২৪ জানুয়ারি) নিবাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে সকাল থেকে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানের পাশাপাশি জরিমানা আদায় করে সংস্থাটি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মুক্তারপুর বক্তাবলী এলাকায় অভিযানে নদীর তীরভূমি হতে ২৫টি ইটের ভাটা উচ্ছেদের পাশাপাশি দুটি অবৈধ বাল্কহেটকে ৩০ হাজার টাকা জরিমানা করে হয়।
বিআইডব্লিউটিএ'র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মো. শহিদ উল্যাহ বলেন, ধলেশ্বরী নদী তীরে অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান অব্যহত রয়েছে। মুক্তারপুর বক্তাবলী এলাকায় অভিযানে ২৫টি ইট ভাটায় অভিযান চালিয়ে গুরিয়ে দেওয়া হয়েছে। ২টি বাল্কহেটকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ সময় নারায়ণগঞ্জ নদী বন্দরের উপ-পরিচালক মোবারক হোসেন মজুমদার, সহকারী পরিচালক মোঃ নাহিদ হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
এমএল/