নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ'র উচ্ছেদ অভিযান


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:৫৭ অপরাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৪


নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ'র উচ্ছেদ অভিযান
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদী তীরে অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান পরিচালনা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ)।


বুধবার (২৪ জানুয়ারি) নিবাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে সকাল থেকে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানের পাশাপাশি জরিমানা আদায় করে সংস্থাটি।


আরও পড়ুন: ফেরি ডুবি: এক সপ্তাহে ৮ যানবাহন উদ্ধার করলো বিআইডব্লিউটিএ


মুক্তারপুর বক্তাবলী এলাকায় অভিযানে নদীর তীরভূমি হতে ২৫টি ইটের ভাটা উচ্ছেদের পাশাপাশি দুটি অবৈধ বাল্কহেটকে ৩০ হাজার টাকা জরিমানা করে হয়।


বিআইডব্লিউটিএ'র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মো. শহিদ উল্যাহ বলেন, ধলেশ্বরী নদী তীরে অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান অব্যহত রয়েছে। মুক্তারপুর বক্তাবলী এলাকায় অভিযানে ২৫টি ইট ভাটায় অভিযান চালিয়ে গুরিয়ে দেওয়া হয়েছে। ২টি বাল্কহেটকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।


আরও পড়ুন: ১০০ দিনে ৫০০ অবৈধ ইটভাটা উচ্ছেদ হবে: পরিবেশমন্ত্রী 


এ সময় নারায়ণগঞ্জ নদী বন্দরের উপ-পরিচালক মোবারক হোসেন মজুমদার, সহকারী পরিচালক মোঃ নাহিদ হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।


এমএল/