Logo

তাইওয়ানে মার্কিন যুদ্ধজাহাজ

profile picture
জনবাণী ডেস্ক
২৬ জানুয়ারী, ২০২৪, ২৪:২৪
65Shares
তাইওয়ানে মার্কিন যুদ্ধজাহাজ
ছবি: সংগৃহীত

আশঙ্কা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ নতুন করে চীনের সঙ্গে উত্তেজনা আরও বাড়াবে

বিজ্ঞাপন

তাইওয়ান প্রণালীতে টহলের জন্য নিজেদের যুদ্ধজাহাজ (ডেস্ট্রয়ার) ইউএসএস জন ফিন পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। তাইওয়ানের প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর, এই প্রথম তাইওয়ান প্রণালীতে নিজেদের যুদ্ধজাহাজ পাঠাল যুক্তরাষ্ট্র। বুধবার যুদ্ধজাহাজটি প্রণালীতে পৌঁছায়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে চীন। ফলে আশঙ্কা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ নতুন করে চীনের সঙ্গে উত্তেজনা আরও বাড়াবে। 

বিজ্ঞাপন

মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘তাইওয়ান প্রণালীর মধ্য দিয়ে জন ফিনের চলাচল সব জাতির নৌচলাচলের স্বাধীনতা বজায় রাখার প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি প্রদর্শন করে।’ 

বিজ্ঞাপন

বিবৃতিতে মার্কিন নৌবাহিনী আরও বলেছে, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনো সদস্যকে তাদের অধিকার ও স্বাধীনতা ছেড়ে দিতে ভয় দেখানো বা বাধ্য করা উচিত নয়।’

এদিকে চীনের সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড এক বিবৃতিতে বলেছে, ‘মার্কিন সামরিক বাহিনী আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে বিদ্বেষপূর্ণভাবে নষ্ট করার জন্য প্রায়ই উস্কানিমূলক কাজ করছে।’

বিজ্ঞাপন

স্বশাসিত ও গণতান্ত্রিক তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে চীন। অঞ্চলটি চীনের সঙ্গে একীভূত হবে বলেও বিশ্বাস করে। আর সেটি করতে প্রয়োজনে বলপ্রয়োগও করা হতে পারে বলে দীর্ঘদিন ধরে হুঁশিয়ার করে আসছে চীন। এরই অংশ হিসেবে তাইওয়ানের জল ও আকাশসীমায় প্রায়ই যুদ্ধজাহাজ-যুদ্ধবিমান পাঠিয়ে থাকে বেইজিং। 

বিজ্ঞাপন

তাইওয়ান নিজেকে স্বাধীন ভূখণ্ড বলে দাবি করলেও বিশ্বের অধিকাংশ দেশ সেই স্বাধীনতাকে স্বীকৃতি দেয়নি। কিছুদিন আগে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ নাউরু বলেছে, তারা তাইওয়ানকে ‘একটি পৃথক দেশ’ হিসেবে আর স্বীকৃতি দেবে না; বরং তারা তাইওয়ানকে চীনের ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃতি দেবে।

এদিকে যুক্তরাষ্ট্র সতর্ক করে বলে আসছে, চীন যদি কখনও তাইওয়ানে আক্রমণ চালায় তাহলে সেখানে সামরিক হস্তক্ষেপ করবে ওয়াশিংটন।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD