হুতিদের হামলার ভয়ে পিছু হঠল মার্কিন সামরিক জাহাজ


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫:০২ অপরাহ্ন, ২৫শে জানুয়ারী ২০২৪


হুতিদের হামলার ভয়ে পিছু হঠল মার্কিন সামরিক জাহাজ
মার্কিন রণতরী। ছবি : সংগৃহীত

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের পর থেকে অশান্ত লোহিত সাগর। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের সমর্থনে নৌপথটিতে জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। তাদের হামলার ভয়ে রণতরীর পাহারা সত্ত্বেও এবার পিছু হঠেছে মার্কিন সামরিক রসদবাহী দুই জাহাজ। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদেনে এ তথ্য জানানো হয়েছে।


পশ্চিমা জাহাজ পরিচালনাকারী সংস্থা মিয়ার্স্ক জানিয়েছে, তারা মার্কিন নৌবাহিনীর সহযোগিতায় ইয়েমেন উপকূলে বাব এল মান্দেব পাড়ি দেওয়ার সময় বিস্ফোরণের আভাস পেয়ে দুটি জাহাজের পথ ঘুরিয়ে দিয়েছে। জাহাজ দুটিতে মার্কিন সামরিক রসদ সরবরাহ করা হচ্ছিল।


এক বিবৃতিতে মিয়ার্স্ক জানিয়েছে, বাব এল মান্দেব অভিমুখে চলাচলের সময় দুটি জাহাজই তাদের কাছাকাছি বিস্ফোরণের ঘটনা চিহ্নিত করে। তবে মার্কিন নৌবাহিনী এগুলোর কিছু প্রতিহত করেছে। এরপর এসব জাহাজ তাদের গতিপথ পরির্তন করেছে।


ইয়েমেনের হুতিদের এক মুখপাত্র বলেন, মার্কিন রণতরীকে লক্ষ্য করে তারা বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এসব রণতরী দুটি মার্কিন বাণিজ্যিক জাহাজকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছিল।


জানা গেছে, জাহাজ দুটি মিয়ার্স্ক লাইন পরিচালনা করছিল। এগুলো মার্কিন প্রতিরক্ষা বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, ইউএসএইডসহ সরকারি বিভিন্ন এজেন্সির পণ্য পরিবহন করে থাকে।