Logo

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল গুয়াতেমালায়

profile picture
জনবাণী ডেস্ক
২৮ জানুয়ারী, ২০২৪, ০৩:৫৫
72Shares
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল গুয়াতেমালায়
ছবি: সংগৃহীত

এছাড়া এল সালভাদর’ও ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায়। দেশটিতে ভূমিকম্প আঘাত হেনেছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) দেশটির দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে কিছু লোক তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে। এছাড়া কিছু ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

এছাড়া এল সালভাদর’ও ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

ইউএসজিএস’র তথ্যমতে, শুক্রবার গভীর রাতে গুয়াতেমালার দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় কিছু লোক তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে এবং ভবনগুলোর ক্ষতি হওয়ার প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ জানুয়ারি) মধ্যরাতের যখন সবাই ঘুমের মধ্যে ছিলেন, ঠিক তখনই এই ভূমিকম্পটি আঘাত হেনেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

এল সালভাদর’র কর্মকর্তারা জানান, ভূমিকম্পটি অনেক ‘শক্তিশালী’ ছিল। তারা তাদের পর্যবেক্ষণ ব্যবস্থা আরও উন্নত করছেন।

বিজ্ঞাপন

রয়টার্সের খবরে বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানী গুয়াতেমালা সিটি থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণে গুয়াতেমালান শহর ট্যাক্সিস্কোর কাছে। এর গভীরতা ছিল ১০৮ কিলোমিটার। যেখানে অ্যালার্ম বাজে এবং আতঙ্কিত হয়ে অনেক বাসিন্দা তাদের বাড়িঘর থেকে নিরাপদ স্থানে চলে গেছেন।

বিজ্ঞাপন

গুয়াতেমালার জরুরি পরিষেবা সংস্থা কনরেড জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থলের উত্তর-পশ্চিমে সান পাবলো জোকোপিলাস শহরের একটি গির্জার সম্মুখভাগের কিছু অংশ নিচে পড়ে গেছে।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD