রিয়াদে বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২১ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৪
মুহাম্মদ আলী, সৌদি আরব: “রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন” সৌদি আরব শাখার উদ্যোগে সংগঠনের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) স্হানীয় সময় রাত ১১টায় বাথা সানসিটি ক্লিনিক অডোটরিয়ামে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সৌদি আরব
সংগঠনটির সভাপতি সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন এর সভাপতিত্বে, বখতিয়ার মোহাম্মদ ও ইয়াসির আরাফাত মানিকের যৌথ সঞ্চানালয়ে এতে প্রধান অতিথি ছিলেন রিয়াদ প্রাদেশিক বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক প্রকৌশলী হাফিজুল ইসলাম পলাশ।
প্রধান বক্তা ছিলেন হাফেজ ক্বারী মাওলানা আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন রিপন সরকার, আবু তাহের মো. মহিউদ্দিন, ফয়েজ আহমেদ, খোরশেদ আলম, আব্দুল হালিম চৌধুরী,দিদারুল আলম, শেখ মো. নাসির উদ্দীন, আমজাদ খান জসীম, আব্দুল করিম ভূঁইয়া,নিজাম উদ্দীন প্রমুখ নেতৃবৃন্দ।
আরও পড়ুন: সৌদি আরব সবসময় আমাদের হৃদয়ের কাছাকাছি : প্রধানমন্ত্রী
পবিত্র কোরান তিলোয়াত, জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়।অনুষ্ঠানে বাথা শাখা বঙ্গবন্ধু ফাউন্ডেশন ত্রি-বার্ষিক কমিটি ঘোষনা করা হয়েছে।
আব্দুল করিম ভূঁইয়াকে সভাপতি ও নিজাম উদ্দীনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট বাথা শাখা কমিটি ঘোষনা করেন সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন। ২২তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কর্তন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের ইতি ঘটে।
আরএক্স/