Logo

তেতুঁলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস

profile picture
জনবাণী ডেস্ক
২৯ জানুয়ারী, ২০২৪, ০৩:৫২
129Shares
তেতুঁলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস
ছবি: সংগৃহীত

মৃদু ও মাঝারি শৈত্য প্রবাহ এবং সাথে ঘনকুয়াশায় মানুষ কাবু হয়ে পড়ে।

বিজ্ঞাপন

পঞ্চগড়ে সকালে ঝলমলে রোদ দেখা দিলেও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াস। টানা শৈত্য প্রবাহ ও কনকনে শীতে মানুষের জনজীবনে মারাত্নক প্রভাব পড়েছে।

তেতুঁলিয়া আবহাওয়া অফিস সূত্রে জনা যায়, রবিবার (২৮ জানুয়ারি) সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৫ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের সর্ব নিম্ন তাপমাত্রা। তবে ভোর ৬ টায় তাপমাত্রা রেকড করা হয় ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।তাপমাত্রার বিষয়টি নিশ্চিত করেছেন তেতুঁলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে এই ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, রবিবার (২৮ জানুয়ারি) ৫ বছরের মধ্যে সর্বনিম্ন তাপামাত্রা এটি। তবে ২০১৯ সালের ১১ নভেম্বর সর্বনিম্ন তাপমাত্রা রেকড করা হয়েছিল ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

এদিকে শনিবার (২৭জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শুক্ররবার (২৬ জানুয়ারি) সর্ব নিম্ন তাপমাত্রা ছিল ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে কদিন ধরে সূর্যের আলোর ঝলকানিতে কনকনে শীতে মানুষ কিছুটা স্বস্তি পাওয়ায় বাইরে যেতে পারছে।মৃদু ও মাঝারি শৈত্য প্রবাহ এবং সাথে ঘনকুয়াশায় মানুষ কাবু হয়ে পড়ে।

বিজ্ঞাপন

শীতের দাপটে শীত জনিত রোগে এবারে বেড়েছে রোগির সংখ্যাও। জেলার সদর ও উপজেলা সরকারি হাসপাতালগুলোতে বাড়ছে এমন রোগির সংখ্যাও। চিকিৎসকরা শিশু ও বয়স্কদের  বাড়ির বাইরে না যাওয়ার কথা বলছেন। শিশুদের ঠান্ডা না লাগানোর পরামর্শ দিয়েছেন। এছাড়া বাসি খাবার পরিহার করে গরম খাবার খাওয়ার কথা জানান।

বিজ্ঞাপন

পঞ্চগড় শহরের বিশিষ্ট ব্যবসায়ি শাহানশাহ বলেন এমন ঠান্ডা সহ্য করা কঠিন। সদর উপজেলার ঘাটিয়াপাড়ার বাসিন্দা আকমল হোসেন বলেন‘ খুব ঠান্ডা। আমি গাড়ি চালক ‘ কাজে যাওয়া বেশ কঠিন। মীরগড় করতোয়া নদীতে গিয়ে দেখা যায় ,পাথর ও বালু তুলতে শ্রমিকরা কাজ করছে। দুরের ব্যবসায়িরা ও এসে পাথর বাল, নিয়ে যাচ্ছে পরিবহনে।

বিজ্ঞাপন

তেতুঁলিয়া আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন‘ ভূপৃষ্টে রোদের তাপ পড়লে কিছুটা শীত কমে। তবে জানুয়ারি মাসে আস্তে আস্তে কমতে পারে শীত।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD