তদন্তকারি কর্মকর্তার রহস্যজনক আচরণ, নিরাপত্তাহীনতায় বাদি


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:০৯ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৪


তদন্তকারি কর্মকর্তার রহস্যজনক আচরণ, নিরাপত্তাহীনতায় বাদি
ছবি: জনবাণী

কক্সবাজারের উখিয়া উপজেলার রহমতের বিল এলাকায় বিজিবির সোর্স সন্দেহে সংঘবদ্ধ মাদক কারবারিদের হাতে নিহত মো. শাহজাহান হত্যা মামলার আসামিদের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভূগছে পরিবারের সদস্যরা। এজাহারভূক্ত আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও গ্রেফতার না হওয়ায় মামলার তদন্তকারি কর্মকর্তার ভূমিকা রহস্যজনক বলে দাবি নিহতের স্বজনদের।


রবিবাব (২৮ জানুয়ারি) বিকালে কক্সবাজার প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মামলার বাদী ও নিহতের স্ত্রী জোসনা আক্তার।


আরও পড়ুন: সেন্টমার্টিন ভ্রমণে গিয়ে পর্যটকের মৃত্যু


নিহত মো. শাহজাহান উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকার সিরাজুল ইসলামের ছেলে।


সংবাদ সম্মেলনে নিহতের স্ত্রী জোসনা আক্তার অভিযোগ করেন, গত নভেম্বরের প্রথমদিকে উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে বিজিবির সদস্যরা মাদকের বড় একটি চালান উদ্ধার করে। মাদকের ওই চালানটি উদ্ধারে শাহজাহানের তথ্যের ভিত্তিতে বিজিবি অভিযান চালিয়েছে বলে অভিযোগ সীমান্তে সক্রিয় সংঘবদ্ধ চোরাকারবারিদের। এর জেরে গত ৮ নভেম্বর রাতে মাদক কারবারিরা কৌশলে বাড়ীতে ডেকে নিয়ে শাহজাহান খুন করে লাশ ফেলে রেখে পালিয়ে যায়।


এ ঘটনায় গত ১০ নভেম্বর নিহতের স্ত্রী জোসনা আক্তার বাদী স্থানীয় বাসিন্দা ও চিহ্নিত মাদক কারবারি মনির আলমকে প্রধান করে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করে উখিয়া থানায় মামলা করেন।


বাদীর অভিযোগ, মামলা দায়ের করার পর আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশের নির্লিপ্ত ভূমিকায় বেপোরোয়া হয়ে উঠেছে। আসামিরা নিহতের বাড়ীতে এসে মামলা তুলে নিতে হুমকি প্রদান করেছে। এতে তারা নিরাপত্তাহীনতায় ভূগছেন। বিজিবির সদস্যরা প্রধান আসামি মনির আলমকে গ্রেপ্তার করে পুলিশের কাছে তুলে দেওয়ার এক মাস পার হলেও মামলার তদন্ত কর্মকর্তা তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে গড়িমসি করছে।


এ নিয়ে নিহতের স্বজনরা ন্যায় বিচার প্রাপ্তি নিয়ে আশংকায় ভূগছেন বলে জানান জোসনা আক্তার।


আরও পড়ুন: পর্যটক বেশে সংঘবদ্ধ চোর চক্রের নারী সদস্য গ্রেফতার


বাদি বলেন, আসামিরা স্থানীয় রাজনৈতিক নেতাদের আশ্রয়-পশ্রয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। মামলার এজাহারভূক্ত আসামি বর্মাইয়া আলমগীর প্রকাশ্যে আমার বাড়িতে গিয়ে হত্যার হুমকি দিচ্ছেন। বিষয়টি পুলিশকে অবহিত করলেও পুলিশ আসামী গ্রেফতারের পরিবর্তে আইনজীবীদের সম্পর্কে বিরূপ মন্তব্য করছেন। এ পরিস্থিতিতে আমরা মামলার তদন্তকারি কর্মকর্তার পরিবর্তনের দাবি জানাচ্ছি। একই সঙ্গে আমাদের নিরাপত্তার দাবি জানাই।


এ ব্যাপারে উখিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারি কর্মকর্তা এ বি এম তারেক হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশ নিজস্ব গতিতে মামলার তদন্তকাজসহ আসামিদের গ্রেপ্তার সবধরণের প্রচেষ্টা অব্যাহত রেখেছে।


আরএক্স/