নড়াইলে মাদক মামলায় কারবারির যাবজ্জীবন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:০৩ অপরাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৪


নড়াইলে মাদক মামলায় কারবারির যাবজ্জীবন
ছবি: জনবাণী

নড়াইলে মাদক মামলায় মাদক কারবারির মো. কাদের বিশ্বাস (৪০) কে যাবজ্জীবন  কারাদণ্ড প্রদান করেছেন আদালত। 


সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. সাইফুল আলম এ আদেশ দেন।


আরও পড়ুন: মাশরাফীকে হুইপ মনোনীত করায় নড়াইলে আনন্দ মিছিল


যাবজ্জীবন আসামি যশোরের চৌগাছার মোহাম্মদপুরের করিম বিশ্বাসের ছেলে। রায় ঘোষণার সময় যাবজ্জীবন আসামি আদালতে উপস্থিত ছিলেন না।


রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) মো. আলমগীর সিদ্দিকী প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।


আরও পড়ুন: নড়াইলে ধুমপান ও মাদক বিরোধী র‍্যালি


এজাহার সূত্রে জানা গেছে, গত ২০০৯ সালের সদর উপজেলার সিতারামপুর ব্রিজের পাশে একটি বাস তল্লাশি কালে মো.কাদের বিশ্বাসের কোমর থেকে ৩ লিটার ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। 


এ ঘটনায় সদর থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ৮ জনের সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত মাদক কারবারি যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। 


আরএক্স/