নড়াইলে ধুমপান ও মাদক বিরোধী র‍্যালি


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৫৪ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৪


নড়াইলে ধুমপান ও মাদক বিরোধী র‍্যালি
ধুমপান ও মাদক বিরোধী র‍্যালি। ছবি: জনবাণী

‘সুস্থ সবল কিশোর কিশোরী,চলো স্মার্ট বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্য নিয়ে নড়াইলে ধুমপান ও মাদক বিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


রবিবার (২৮ জানিয়ারি) নড়াইল সিভিল সার্জন অফিসের আয়োজনে কৈশোর বান্ধব প্রকল্পের আওতায় সকাল সাড়ে ১০টায় সিভিল সার্জন অফিস চত্ত্বর থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি বিভিন্ন শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকা প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জন অফিসের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আরও পড়ুন: মাশরাফীকে হুইপ মনোনীত করায় নড়াইলে আনন্দ মিছিল


র‍্যালিতে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী,পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান,সিভিল সার্জন ডা. সাজেদা বেগম পলিন,মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর,নড়াইলের সহকারি পরিচালক মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।  


আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. সাজেদা বেগম পলিন। মাদকের ক্ষতিকর দিক নিয়ে বক্তৃতা করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কুমার, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ,নড়াইলের সহকারি পরিচালক মো. নজরুল ইসলাম,পরিদর্শক আব্দুস সালাম । এ সময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আরএক্স/