Logo

তালাবদ্ধ ঘরে পড়ে ছিল মা-বাবা ও মেয়ের গলাকাটা মরদেহ

profile picture
জনবাণী ডেস্ক
৩০ জানুয়ারী, ২০২৪, ২২:২৪
87Shares
তালাবদ্ধ ঘরে পড়ে ছিল মা-বাবা ও মেয়ের গলাকাটা মরদেহ
ছবি: সংগৃহীত

“সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভা এলাকার বারোয়ারী বটতলা মহল্লায় বিকাশ দাসের বাড়িটি রোববার থেকে তালাবদ্ধ ছিল।

বিজ্ঞাপন

সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা সদরের বারোয়ারি বটতলা এলাকায় একটি বাড়িতে একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে বটতলা এলাকায় নিহতদের নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- তাড়াশ পৌর এলাকার কালিচরণ সরকারের ছোট ছেলে বিকাশ দাস (৪৫), তার স্ত্রী স্বর্ণা দাস (৪০) ও তাদের মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী তুষি দাস (১৫)।

বিজ্ঞাপন

তাড়াশ থানার ইন্সপেক্টর (তদন্ত) নুর আলম জানান, “সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভা এলাকার বারোয়ারী বটতলা মহল্লায় বিকাশ দাসের বাড়িটি রোববার থেকে তালাবদ্ধ ছিল। কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না বিকাশ, তার স্ত্রী ও তার মেয়ে তুষির। তাদের ব্যবহৃত মোবাইল ফোনগুলোও বন্ধ ছিল। সন্দেহ হলে পুলিশকে জানায় স্বজনরা। গভীর রাতে রুমের তালাভেঙে প্রবেশ করে তাদের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখা যায়।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।”

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD