Logo

ইজতেমা ঘিরে কোনো ধরনের জঙ্গি হামলার আশঙ্কা নেই: র‍্যাব

profile picture
জনবাণী ডেস্ক
১ ফেব্রুয়ারী, ২০২৪, ২৪:০৭
63Shares
ইজতেমা ঘিরে কোনো ধরনের জঙ্গি হামলার আশঙ্কা নেই: র‍্যাব
ছবি: সংগৃহীত

বুধবার (৩১ জানুয়ারি) সকালে বিশ্ব ইজতেমা র‍্যাব কন্ট্রোল রুমে আয়োজিত ব্রিফিংয়ে এমনটা জানান তিনি।

বিজ্ঞাপন

বিশ্ব ইজতেমা ঘিরে কোনো ধরনের জঙ্গি হামলার আশঙ্কা নেই বলে জানিয়েছেন করে র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন। তিনি বলেন, ইজতেমা ঘিরে কঠোর নিরাপত্তা জোরদার করেছে র‍্যাব।

বুধবার (৩১ জানুয়ারি) সকালে বিশ্ব ইজতেমা র‍্যাব কন্ট্রোল রুমে আয়োজিত ব্রিফিংয়ে এমনটা জানান তিনি।

বিজ্ঞাপন

খুরশীদ হোসেন বলেন, “ইজতেমায় নিয়ে কোনো ধরনের জঙ্গি হামলার আশঙ্কা নেই। এজন্য অনলাইনেও নজরদারি রাখা হয়েছে। ইজতেমার দুই পক্ষ নিয়ে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, এটা নিয়ে মুরুব্বিদের সাথে কথা বলা হয়েছে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “বিদেশি মেহমানদের নিয়ে গত বছর যে হেনস্থার ঘটনা ঘটেছিল, এবার নজর রাখা হচ্ছে এ বিষয়ে। প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে ইজতেমা ময়দান বুঝিয়ে দেয়ার সময় যদি কেউ ইচ্ছাকৃতভাবে কোনো কিছু নষ্ট করে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান মহাপরিচালক।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে, মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে বিশ্ব ইজতেমা ময়দানে সুইপিং কাজের উদ্বোধন শেষে র‍্যাব কমান্ডার লে. কর্নেল মোস্তাক আহমদ জানান, এবার ইজতেমায় ত্রিমাত্রিক নিরাপত্তা দেবে র‍্যাব। বিশ্ব ইজতেমাকে ঘিরে স্থলপথ, জলপথ ও আকাশ পথে বিশেষ টহল থাকবে তাদের।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD