অবৈধ গুড় কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:১০ অপরাহ্ন, ৩১শে জানুয়ারী ২০২৪


অবৈধ গুড় কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ছবি: জনবাণী

ঢাকার ধামরাইয়ে অবৈধ গুড় কারখানায় অভিযান পরিচালনা করে ৫ লাখ টাকা জরিমানা ও কারখানাটি বন্ধ ঘোষণা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।


মঙ্গলবার (৩০ জানুয়ারি) উপজেলার কুল্লা ইউনিয়নের রুপনগর বুড়িরভিটা এলাকায় শংকর পালের মালিকানাধীন রুপা এন্টাপ্রাইজ নামের ভেজাল গুড়ের কারখানায় এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলার সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল। 


আরও পড়ুন: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির কালো পতাকা মিছিল


জানা যায় বিভিন্ন কেমিক্যাল দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় প্রস্তুত, সংরক্ষণ ও বাজারজাত করার খবর পেয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলার সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল অবৈধ গুড় কারখানাটিতে অভিযান পরিচালনা করে। এসময় কারখানা মালিককে ৫ লাখ টাকা আর্থিক জরিমানা করেন এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়। 


কারখানার সামনে নেই কোন সাইনবোর্ড মূল ফটকে তালা লাগিয়ে ভিতরে তৈরি হয় নকল এই গুড়। কারখানাটি দীর্ঘদিন ধরে এই ভেজাল গুড় তৈরি করে আসছিল। দেখতে গুড়ের মতো দেখালেও আসলে এসবই কৃত্রিম রং, চক পাউডার, ফিটকিরি, চিনির মিশ্রণ, বার্নিশ কালার আর ময়দা দিয়েই তৈরি করা হচ্ছিলো এই খাঁটি আখের গুড়। আর এই ভেজাল গুড়কে আসল আখের গুড় বলে অধিক দামে বাজারে বিক্রি করে আসছিল কারখানা মালিক শংকর পাল। 


আরও পড়ুন: বাল্কহেডের ধাক্কায় নয়, তলা ফেটে ফেরিডুবি: নৌপুলিশ


অভিযান শেষে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলার সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল গণমাধ্যমকর্মীদের বলেন, বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে ভেজাল গুড় প্রস্তুত করার অপরাধে কারখানা মালিক শংকর পালকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে। এই ধরনের নিম্নমানের ও অবৈধ কারখানার বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।


আরএক্স/