ধামরাইয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির কালো পতাকা মিছিল
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:১২ অপরাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৪
ঢাকার ধামরাইয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং দ্বাদশ জাতীয় সংসদ বাতিলের দাবিতে বিএনপির কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা বিএনপির আয়োজনে একটি কালো পতাকা মিছিল বের করা হয় । মিছিলটি ধামরাই বিএনপির কার্যালয় থেকে পৌর শহরের আইঙ্গন মোড় হয়ে ধামরাই সদর ইউনিয়নের শরীফভাগ এলাকার বাজার সড়ক প্রদক্ষিণ করে।
আরও পড়ুন: প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায়, নিহত ১
এসময় বিএনপির নেতাকর্মীরা বলেন, বর্তমান সরকারের ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের চড়া দাম, যা দেশের সাধারণ মাুনষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এছাড়া সরকারের গায়েবী মামলায় বিএনপির নেতাকর্মীরা কেউ কারাবন্দি আবার কেউ ঘরছাড়া। এসব মামলা তুলে নিয়ে কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি জানান এবং দ্বাদশ সংসদ বাতিল করে পুনরায় সকল দলের অংশগ্রহণে সংসদ নির্বাচনেরও দাবি করেন তারা।
আরও পড়ুন: গাজীপুরে ঘন কুয়াশায় বাস উল্টে আহত ১৫
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রাকিবুর রহমান খান ফরহাদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক ইঞ্জি. মারুফ সিকদার সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আরএক্স/