ইউএসএআইডি প্রতিনিধি দলের বারি পরিদর্শন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫৮ অপরাহ্ন, ৩১শে জানুয়ারী ২০২৪

ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) প্রতিনিধি দল বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন।
বুধবার (৩১ জানুয়ারি) ইউএসএআইডি প্রতিনিধি পরিদর্শন করেন। প্রতিনিধি দলটি বারি সদর দপ্তরের সামনে এসে পৌঁছালে তাদের স্বাগত জানান ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ।
আরও পড়ুন: দেশে বছরে অপচয় ১ কোটি ৬ লাখ টন খাদ্য
পরে বারি মহাপরিচালকের সভাকক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত মত বিনিময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। অনুষ্ঠানে প্রধান অথিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার।
আরও পড়ুন: সংরক্ষিত নারী আসন: আওয়ামী লীগ পাচ্ছে ৪৮, জাপা ২
এসময় বারি’র উপর সংক্ষিপ্ত উপস্থাপনা করেন পরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বারি’র পরিচালক ড. মো. তারিকুল ইসলাম, পরিচালক ড. ফেরদৌসী ইসলাম এবং পরিচালক ড. মো. নজরুল ইসলাম।
পরে প্রতিনিধি দল বারি’র বিভিন্ন গবেষণাগার ও গবেষণা মাঠ পরিদর্শন করেন এবং ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোষ প্রকাশ করেন।
জেবি/এসবি