যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩:৩৩ অপরাহ্ন, ২রা ফেব্রুয়ারি ২০২৪


যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডার একটি আবাসিক এলাকায় একটি ছোটো উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে।  এতে বহু মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।


স্থানীয় সময় বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে ওই লোকালয়ে আছড়ে পড়ে বিমানটি।


আরও পড়ুন: সৌদিতে ৪ প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর

 

জানা যায়, বিধ্বস্ত হওয়া ওই উড়োজাহাজটি একটি সিঙ্গেল ইঞ্জিন বিচক্র্যাফট বোনানজা ভি ৩৫ বিমান। এসব বিমান বেশ হালকা এবং সর্বোচ্চ ৬ আসনের হয়।


বিধ্বস্ত হওয়া এলাকাটি  ঘণবসতিপূর্ণ ছিল। মূলত দরিদ্র লোকজনই থাকেন সেখানে এবং অধিকাংশ বাড়িঘর ভ্রাম্যমান কিংবা অস্থায়ী (মোবাইল হোম)।


আরও পড়ুন: ১০৩ বছর বয়সে বিয়ে করলেন ভারতীয় মুক্তিযোদ্ধা


বিধ্বস্ত হওয়ার সময় উড়োজাহাজটিতে কতজন যাত্রী ছিলেন- তা এখনো জানা যায়নি। তবে বাড়িঘরের ওপর সেটি আছড়ে পড়ার পর অনেক বাড়িঘরে আগুন ধরে যায়। এ কারণেই হতাহতের সংখ্যা অনেক বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র : সিএনএন।


জেবি/এসবি