ইজতেমায় দায়িত্ব পালনে গিয়ে বাসের ধাক্কায় এএসআই নিহত


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ২রা ফেব্রুয়ারি ২০২৪


ইজতেমায় দায়িত্ব পালনে গিয়ে বাসের ধাক্কায় এএসআই নিহত
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার দায়িত্ব পালন করতে যাওয়ার পথে বাসের ধাক্কায় হাসান (৩২) নামে এক এএসআই নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হন আমির হামজা (৩৩) নামে এক এসআই।


শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৬টার দিকে টঙ্গী মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান মানিকগঞ্জ জেলা কোর্টে কর্মরত ছিলেন। 


আরও পড়ুন: বিশ্ব ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!


দুর্ঘটনার পর আহত দুজনকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে এএসআই হাসানের মৃত্যু হয়। নিহত হাসান মানিকগঞ্জের কোর্টে কর্মরত ছিলেন।


পুলিশ জানায়, শুক্রবার ভোরে মানিকগঞ্জের কন্ট্রোলরুমে কর্মরত এসআই আমির হামজা ও এএসআই হাসানুজ্জামান দায়িত্ব পালনের জন্য মোটরসাইকেলযোগে ইজতেমা ময়দানে যাচ্ছিলেন। ভোর সোয়া ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মিলগেট এলাকায় পৌঁছালে গাজীপুর থেকে আসা ঢাকাগামী বলাকা পরিবহন তাঁদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তাতে দুজনই মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পথচারীরা তাঁদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁদের ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানেই হাসানের মৃত্যু হয়।


আরও পড়ুন: ইজতেমায় আরও এক মুসল্লির প্রাণহানি


এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান জনবাণীকে বলেন, বাসের ধাক্কায় পুলিশের এএসআই হাসান মারা গেছেন। এ ঘটনায় এসআই আমির হামজা আহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আরএক্স/